Placeholder canvas

Placeholder canvas
Homeলিডআলিপুরদুয়ারে সাংসদ জন বার্লার নাম কাটা, বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা
BJP West Bengal

আলিপুরদুয়ারে সাংসদ জন বার্লার নাম কাটা, বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা

ঘাটালে দেবের বিরুদ্ধে হিরণ, বাংলায় প্রথম দফায় ২০ প্রার্থীর নাম

Follow Us :

নয়াদিল্লি: লোকসভায় বিজেপি প্রথম দফায় বাংলার যে ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করল, তার মধ্যে আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার নাম বাদ গিয়েছে। সেখানে প্রার্থী করা হয়েছে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। কাঁথি কেন্দ্রে প্রার্থী হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। খড়্গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে ঘাটাল কেন্দ্রের প্রার্থী করা হয়েছে। ওই কেন্দ্রে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছেন, ঘাটালে দেবই প্রার্থী হবেন। যদিও দেব শুরুতে জানিয়েছিলেন, তিনি আর প্রার্থী হতে চান না।

শ্যামাপ্রসাদ রিসার্চ ইনস্টিটিউটের অধিকর্তা অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে যাদবপুর কেন্দ্রের প্রার্থী করা হয়েছে। বহরমপুরে প্রার্থী হলেন শহরের বিশিষ্ট শল্য চিকিতসক নির্মল সাহা। হাওড়ায় প্রার্থী করা হল রথীন চক্রবর্তীকে। তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকে হাওড়ার মেয়র করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অনুরোধ ফেলতে না পেরে রথীন তৃণমূলে যান। পরবর্তীকালে তাঁর সঙ্গে মমতার বিরোধ শুরু হয়। কয়েক বছর আগে এক প্রশাসনিক বৈঠকে সকলের মুখ্যমন্ত্রী নিয়োগ নিয়ে তাঁকে ধমক দেন। তারপর থেকেই তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। ২০২১ সালে বিধানসভা ভোটের আগে দিল্লিতে গিয়ে অমিত শাহের উপস্থিতিতে রথীন বিজেপিতে যোগ দেন।

আরও পড়ুন: বাংলায় ২০ আসনে প্রার্থী দিল বিজেপি, কোন কেন্দ্রে কে

নরেন্দ্র মোদি বারাণসী থেকেই দাঁড়াচ্ছেন। অমিত শাহ গান্ধীনগর থেকে, রাজনাথ সিং লখনউ থেকে, স্মৃতি ইরানি আমেথি থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শনিবার জানানো হয়েছে। এই তালিকায় ২৪ জন মহিলা প্রার্থী রয়েছেন। ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী এবং ৪৭ জন তরুণ প্রার্থী রয়েছেন ১৯৫টি আসনের প্রথম দফার তালিকায়।

বিজেপি তৃণমূল এবং কংগ্রেসের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তোলে। বস্তুত, এদিনই কৃষ্ণনগরে এক নির্বাচনী সভাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃণমূলকে পরিবারবাদের দল বলে কটাক্ষ করেন। কিন্তু বাংলার প্রথম দফার ২০টি আসনের প্রার্থী তালিকায় দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীর নাম। তাঁদের বাবা প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী এখনও খাতায় কলমে তমলুকের তৃণমূল সাংসদ থাকলেও বিজেপির সঙ্গেই এখন তাঁর ওঠাপড়া। এদিন কাঁথিতে রেলের এক অনুষ্ঠানে তিনি তৃণমূলের কড়া সমালোচনা করেন। শিশির বলেন, আমি এখন বিজেপির সঙ্গেই আছি।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
সেরা ১০ | খড়গ্রামের পর বাঁকড়া, ভোটের আবহে হাওড়ায় গুলি
16:45
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | চারিদিক জ্বলছে, মানুষ জ্বলছে : মমতা
05:26
Video thumbnail
নারদ নারদ | অবৈধ বালি খাদান বন্ধের কড়া বার্তা হাইকোর্টের, পুলিশকে ৩ মাসের সময়ে বেঁধে দিল আদালত
17:53
Video thumbnail
District Top News | দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি
13:56
Video thumbnail
Stadium Bulletin | আবারও কি ওয়াংখেড়েতে ফিরছেন শাহরুখ?
17:12
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | তৃণমূলে 'তারকা' নন কুণাল
14:21
Video thumbnail
Howrah | হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলি! গুলিতে আহত পঞ্চায়েত প্রধানের বাবা-সহ ২
08:23
Video thumbnail
Sandeshkhali | বেনামে জমি দখল করে বিক্রির অভিযোগ TMC নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে
02:47
Video thumbnail
West Bengal Weather | বাংলায় তাপপ্রবাহের দাপট, গরম মোকাবিলায় জারি সতর্কবার্তা
01:09
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম (পর্ব ৪) | Abhishek Banerjee | নেপথ্যচারী অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়
01:01:17