Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাEuropa League | র‍্যাশফোর্ডের বিশ্বমানের গোলে শেষ আটে ম্যান ইউ, টাইব্রেকারে হেরে...

Europa League | র‍্যাশফোর্ডের বিশ্বমানের গোলে শেষ আটে ম্যান ইউ, টাইব্রেকারে হেরে বিদায় আর্সেনালের 

Follow Us :

সেভিল: ওল্ড ট্রাফোর্ডে (Old Trafford) রিয়াল বেতিসের (Real Betis) বিরুদ্ধে ৪-১ ফলে জিতেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। বেতিসের মাঠে বড়সড় অঘটন হবে কি না সেটাই ছিল বড় প্রশ্ন। বিশেষ স্প্যানিশ ক্লাবদের বিরুদ্ধে ম্যান ইউয়ের রেকর্ড খুব একটা ভালো নয়। তবে বৃহস্পতিবার রাতে তেমন কিছু হল না। ১-০ জিতে দুই পর্ব মিলিয়ে ৫-১ ফলে ইউরোপা লিগের (Europa League) শেষ আটে চলে গেল এরিক টেন হাগের (Eric Ten Hag) দল। বিশ্বমানের গোল করলেন এই মরশুমে বিধ্বংসী ফর্মে থাকা মার্কাস র‍্যাশফোর্ড (Marcus Rashford)। 

প্রথমার্ধে যথেষ্ট দাপট দেখিয়েছিল বেতিস। এদিন রাফায়েল ভারানের (Rafael Varane) জায়গায় খেলা অধিনায়ক হ্যারি ম্যাগুয়ারের (Harry Maguire) মন্থর গতিকে কাজে লাগিয়ে আট মিনিটের মাথায় বক্সে ঢুকে পড়েছিলেন জুয়ানমি। তাঁর বাঁ পায়ের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর তিন মিনিট পরেই হোয়াকিনের বক্সের বাইরে থেকে নেওয়া শট পোস্টে লাগে। সে সময় মনে হচ্ছিল, যে কোনও মুহূর্তে গোল ঢুকিয়ে দেবে বেতিস। কিন্তু কোনওভাবে বিপদ এড়িয়ে যেতে সক্ষম হয় ম্যান ইউ। 

আরও পড়ুন: India vs Australia 2023 | প্রথম ওয়ান ডে ম্যাচের আগে বেশ কিছু পরিবর্তনের পথে ভারত 

দ্বিতীয়ার্ধে ছবি পাল্টায়। এবার ম্যাচের কর্তৃত্ব নেয় ইংল্যান্ডের (England) ক্লাব। দুই মিনিটের মধ্যে দুটি সহজ গোলের সুযোগ পান র‍্যাশফোর্ড। প্রথমটা গোলকিপার বাঁচিয়ে দেন দ্বিতীয়টা বিস্ময়কর ভাবে বারের অনেকটা উপর দিয়ে মেরে দেন ইংলিশ তারকা। সে সময় মনে হচ্ছিল আজ হয়তো র‍্যাশফোর্ডের দিন না, কিন্তু পর মুহূর্তেই ম্যাজিক। ক্যাসেমিরোর (Casemiro) পাস বক্সের বেশ খানিকটা বাইরে ধরে র‍্যাশফোর্ড। দু’ পা এগিয়ে ডান পায়ের আউট স্টেপে জোরালো শট নেন। বল আউট সুইং করে গোলকিপারের নাগাল পেরিয়ে জালে জড়িয়ে যায়। এই গোলের পর বেতিসের ফিরে আসা ছিল অসম্ভব।

ম্যান ইউ কোয়ার্টার ফাইনালে উঠলেও বিদায় নিল ইপিএলে (EPL) এক নম্বরে থাকা আর্সেনাল (Arsenal)। পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপির (Sporting CP) বিরুদ্ধে প্রথম পর্বে ২-২ ড্র করেছিল মিকেল আর্তেতার (Mikel Arteta) দল। দ্বিতীয় পর্বে ঘরের মাঠেও তাদের হারাতে পারল না তারা। ১৯ মিনিটে গ্রানিত ঝাকা গোল দিলেও ৬২ মিনিটে শোধ দেন স্পোর্টিংয়ের পেদ্রো গনসালভেস। ৯০ মিনিটে ফয়সালা না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হয়। পর্তুগিজ ক্লাবের পাঁচ জনই ১২ গজ দূর থেকে বল গোলে রাখেন। আর্সেনালের হয়ে মার্টিন ওডেগার্ড, বুকায়ো সাকা এবং লিয়ান্দ্রো ট্রোসার্ড গোল করলেও চার নম্বর শট মিস করেন গ্যাব্রিয়েল মার্তিনেলি। 

বৃহস্পতিবারই সাঙ্গ হয়েছে শেষ ষোলোর খেলা। শেষ আটে উঠল সেভিয়া, ফেয়েনুর্ড, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, জুভেন্তাস, স্পোর্টিং সিপি, বেয়ার লেভারকুসেন, রোমা এবং ইউনিয়ন এসজি। আগামী ৩১ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস এরিনায় আয়োজিত হবে এই প্রতিযোগিতার ফাইনাল।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Stadium Bulletin | Virat Kohli | বিরাট রাজের বিদায়
00:00
Video thumbnail
Sandeshkhali | সন্দেশখালির আন্দোলন কি সাজানো?
00:00
Video thumbnail
আমার শহর (Amar Sahar ) | ভোট যুদ্ধে যুযুধান দুই শিবির, জমজমাট বাঁকুড়ার ভোট
02:15
Video thumbnail
Dilip Ghosh | প্রার্থীকে ছাড়াই মেজিয়াতে দিলীপ ঘোষ, সুভাষ সরকারের দেখা না পেয়ে কটাক্ষ তৃণমূলের
01:27
Video thumbnail
Loksabha Election 2024 | কেশপুরের ভারপ্রাপ্ত বিজেপি নেতা তন্ময় ঘোষ গ্রেফতার
01:32
Video thumbnail
৪টেয় চারদিক | 'আমাকে চেনে না, মমতাকে হারিয়েছি', নন্দীগ্রাম নিয়ে হুঙ্কার শুভেন্দুর
47:59
Video thumbnail
Abhishek Banerjee | 'শান্ত বাংলাকে অশান্ত করতে চায় বিজেপি' : অভিষেক
17:24
Video thumbnail
Mamata Banerjee | সৌগত রায় ও সায়ন্তিকার প্রচারে জন্য আজ কলকাতার পথে মমতা
03:09
Video thumbnail
Nandigram | 'নন্দীগ্রামে বিজেপির গুন্ডাদের তাণ্ডব', বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় বিজেপি: তৃণমূল
02:06
Video thumbnail
Mayna BJP | ময়নাতে বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
01:24