Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাFund For Library: লাইব্রেরি বাঁচাতে ২৫ হাজার অর্থ সাহায্য রাজ্যের

Fund For Library: লাইব্রেরি বাঁচাতে ২৫ হাজার অর্থ সাহায্য রাজ্যের

Follow Us :

কলকাতা: অনলাইনের (Online) দাপটে কাগজের বইয়ের গুরুত্ব আগের পরিসরে আর আছে কি না তা নিয়ে তর্ক, বিতর্ক চলতে পারে। তবে রাজ্যের লাইব্রেরিগুলোতে (Library)  ঢুঁ মারলে দেখা যায়, চাকরির পরীক্ষার (Compettitive Exam) প্রস্তুতি নিচ্ছেন এরকম কিছু ছাত্র ছাত্রী। কিংবা কতিপয় প্রবীণ মানুষ। রাজ্যের বিভিন্ন লাইব্রেরিগুলো স্টাফের অভাবেও ভুগছে। অনেক লাইব্রেরির জরাজীর্ণ অবস্থা। সেজন্য লাইব্রেরিতে নতুন কর্মী নিয়োগের দাবি উঠেছে। সেই প্রেক্ষিতে এবার গ্রন্থাগারগুলোর হাল ফেরাতে উদ্যোগী হল রাজ্য সরকার। গ্রন্থাগারগুলিকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা করা হল। রাজ্য সরকারের পক্ষ থেকে শনিবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ২৫ হাজার টাকা করে অর্থ সাহায্য করা হবে গ্রন্থাগারগুলিকে। তিন ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ।
তবে, শুধু সরকার পরিচালিত গ্রন্থাগার (Public Library) নয়। এক্ষেত্রে বেসরকারি গ্রন্থাগার (PVT Library),  এমনকী কোনও ক্লাব পরিচালিত গ্রন্থাগার, সংখ্যালঘু সম্প্রদায় পরিচালিত গ্রন্থাগার, শিক্ষা প্রতিষ্ঠান (Educational Institute) দ্বারা পরিচালিত গ্রন্থাগার ওই অর্থের জন্য আবেদন করতে পারবেন। গ্রন্থাগার দফতরের (Library Department) ওয়েবসাইটে (Website) ওই আবেদনের জন্য ফর্ম পাওয়া যাবে। সেখান থেকেই ফর্ম ডাউনলোড করে নিয়ে আবেদন করা যাবে। তারপর বাছাইয়ের শেষে গ্রন্থাগারগুলোকে এককালীন টাকা দেওয়া হবে।

আরও পড়ুন: Anganwadi Centre: ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি, অসুস্থ ৪ শিশু

জানা গিয়েছে, রাজ্য সরকার গ্রন্থাগারগুলোর উন্নত পরিষেবা ও বই কিনতে সব মিলিয়ে পাঁচ কোটি টাকা (Five Crore Rupees) বরাদ্দ করেছে। লাইব্রেরি সমাজকে সঠিক পথে পরিচালনা করতে সাহায্য করে। এখনও অনেক মানুষ লাইব্রেরি বাঁচিয়ে রাখতে লড়াই করে চলেছেন। তাঁরা মনে করেন, বইয়ের চেয়ে ভালো বন্ধু আর কিছু হয় না। বেশ কয়েকটি লাইব্রেরি যুগের সঙ্গে তাল মিলিয়ে অনলাইন (Online) ব্যবস্থা চালু করেছে। তাতে বাড়িতে বসেই অনেকে সেই বই পড়তে পারেন। আবার বেশ কিছু লাইব্রেরি অনলাইন চালু করেছে লাইব্রেরিতে গিয়ে ব্যবহারের সুবিধার কথা মাথায় রেখে। সেখানে কারও বইয়ের দরকার হলে কম্পিউটারে সার্চ অপশনে লিখলে সেই বই তাঁরা ওই লাইব্রেরিতে কোথায় আছে তা পেয়ে যান। 
সামনে পঞ্চায়েত ভোট রয়েছে। তার আগে গ্রামাঞ্চলে লাইব্রেরিগুলোতে এই অর্থ সাহায্য নিয়ে একাধিক মন্তব্য সামনে আসতে পারে। যাই হোক কিছুটা হলেও লাইব্রেরিগুলোর হাল ফেরাতে এই টাকা কাজে আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Kalna News | কালনায় জুতোর গোডাউনে ভয়াবহ আগুন, গ্রিল ভেঙে উদ্ধার বাড়ির মালিক
01:27
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | বলছে, বিনা পয়সায় চাল দিচ্ছি, একদম মিথ্যে কথা, আমরা দিচ্ছি চালের টাকা N
05:29
Video thumbnail
Murshidabad News | মুর্শিদাবাদের সালারে তৃণমূল নেতার বাড়ি লক্ষ করে বোমাবাজি, বোমাবাজিতে জখম পুলিশ
03:00
Video thumbnail
Top News | বঙ্গ বিজেপির বিজ্ঞাপন বিভ্রাট! বিজেপি কর্মীদের মারধর ও হুমকির অভিযোগ
44:17
Video thumbnail
Beyond Politics | নেহেরু না মোদি ?
11:54:56
Video thumbnail
Kalna Fire | কালনায় একটি ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
02:06
Video thumbnail
Sandeshkhali News | সন্দেশখালিতে নতুন উত্তেজনা মহিলাদের হাতে ঝাঁটা, কটাক্ষ তৃণমূলের
06:46
Video thumbnail
North Dinajpur News | উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় উল্টে গেল ‌কলকাতা-শিলিগুড়ি বাস!মৃত ২, আহত ১৫
01:23
Video thumbnail
Abhishek Banerjee | প্রতিমা মণ্ডলের সমর্থনে, ডায়মন্ড হারবারে রোড শো করবেন তৃণমূল সেনাপতি
02:55
Video thumbnail
Cpim News | সব্যসাচী চ্যাটার্জির হয়ে জাপানি গেট থেকে কদমতলা পর্যন্ত প্রচারে কর্মী সমর্থকরা
01:18