Placeholder canvas

Placeholder canvas
Homeলাইফস্টাইল৩০ পেরিয়ে গিয়েছে আপনার? শরীর সুস্থ ও ক্লান্তি দূর করতে মানুন এই...

৩০ পেরিয়ে গিয়েছে আপনার? শরীর সুস্থ ও ক্লান্তি দূর করতে মানুন এই নিয়মগুলো

Follow Us :

কলকাতা: শরীর সুস্থ রাখতে পুষ্টির খুবই প্রয়োজন। প্রয়োজনীয় ভিটামিন, খনিজ না পেলে শরীর দুর্বল হয়ে পড়ে। সঙ্গে ক্লান্তি, হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া, হাড়ে ব্যথা এসব লেগে থাকে। মহিলাদের শরীরে নির্দিষ্ট ভিটামিন, খনিজের ঘাটতি হওয়াতে সমস্যা বেশি হয়। ৩০ পেরোলেই মহিলাদের শরীরে একটার পর একটা সমস্যা হতেই থাকে। ফলে মহিলাদের মধ্যে রক্তাল্পতা, অস্টিওপোরোসিস, ইউটিআই এর ঝুঁকি বেড়ে যায়। মূলত আয়রন, ক্যালসিয়াম, আয়োডিন, ম্যাগনেসিয়াম, ফোলেট, ভিটামিন বি১২ এর ঘাটতি হয়। 

অধিকাংশ মহিলাদেরই এখন পিরিয়ডসের সমস্যা থাকে। আয়োডিনের ঘাটতি হলে গর্ভপাত, মৃত সন্তান প্রসব, সময়ের আগে প্রসবের ঝুঁকি থেকে যায়। তাই মাছ, ডিম, দুধ এসব খান। যাঁরা দুধ খান না তাঁরা ছানা, টকদই এসব খান। আমন্ড মিল্ক খেতে পারেন।

আরও পড়ুন: লিভ-ইন সম্পর্কেও হবে গার্হস্থ্য হিংসার মামলা 

মেয়েদের শরীরে সবথেকে বেশি আয়রনের অভাব থাকে। আয়রনের অভাব হলে ক্লান্তি, শ্বাস নিতে সমস্যা, মাথা ঘোরা এসব হতে পারে। বাদাম, বিভিন্ন বীজ, ডাল, খাদ্যশস্য, বেদানা এসব নিয়ম করে খান। রোজ একটা করে ডিম খান। 

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অস্টিওপোরোসিসের সমস্যা হতে পারে। কারণ ক্যালশিয়ামের মাত্রা কমতে থাকে। ফলে পেশীতে ক্র্যাম্প, অসাড়তা, দুগ্ধজাত খাবার, সবুজ শাক, ডুমুর, সোয়াবিন এসব রাখুন। 

মহিলাদের শরীরে ফোলেট আর ভিটামিন বি ১২ এর ঘাটতি যাতে না হয় সেইদিকেও খেয়াল রাখুন। সবুজ শাক-সবজি, লেবু, সূর্যমুখীর বীজ, গোটাশস্য, ফল, মাছ, দুধ, ভিটামিন বি ১২, দুগ্ধজাত খাবার এসব রাখতে ভুলবেন না।

RELATED ARTICLES

Most Popular