Placeholder canvas

Placeholder canvas
HomeScrollবিহারের নৌকাডুবিতে ১২ স্কুল ছাত্রের দেহ উদ্ধার

বিহারের নৌকাডুবিতে ১২ স্কুল ছাত্রের দেহ উদ্ধার

12 Missing Children Pulled Out Dead on Bihar Boat Incident

Follow Us :

মুজাফ্ফরপুর: বিহারের মুজাফ্ফরপুরে (Bihar Muzaffarpur) নৌকাডুবিতে মৃত্যু হল ১২ জন স্কুল পড়ুয়ার। বৃহস্পতিবার বাগমতি নদীতে নৌকাভর্তি স্কুল ছাত্র সহ ৩০ জন পড়ে যায়। তারপর থেকে বাকিদের উদ্ধার করা গেলেও ১২ জন স্কুল পড়ুয়া নিখোঁজ ছিল বলে জানা যায়। শুক্রবার ওই ১২ জন স্কুল ছাত্রকে মৃত অবস্থায় উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যে মুজাফ্ফরপুর পুলিশর তরফে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে মৃতদেহ শনাক্ত করতে।

প্রসঙ্গত, গতকাল মধুপুরপট্টি ঘাট থেকে শিশু সহ ৩০ জনকে নিয়ে একটি নৌকা রওনা দেয়। সেই সময় কিছুদূর এগোতেই ঘটে বিপত্তি। বাগমতি নদীর (Bagmati River) স্রোতে গোটা নৌকাটি উল্টে যায়। তড়িঘড়ি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয়। শুরু হয় উদ্ধারকাজ। গতকাল ১৫ থেকে ২০ জনকে উদ্ধার করা গেলেও ১২ জন স্কুল পড়ুয়া নিখোঁজ ছিল। এদিন জাতীয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় ওই ১২ জন স্কুল পড়ুয়াকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

গতকালই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জেলা ম্যাজিস্ট্রেট সহ উচ্চ আধিকারিকদের দুর্ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। যে সমস্ত স্কুল ছাত্র এই দুর্ঘটনার কবলে পড়েছে, তাদের পরিবারগুলিকে সাহায্য করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।

একইসঙ্গে নীতীশ কুমার আরও বলেন, আমি সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি দেখার জন্য বলেছি। রাজ্য সরকার ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে সমস্ত সহায়তা করবে। রাজ্য বিপর্যয় বাহিনীর একটি দলও ঘটনাস্থলে রয়েছে।

RELATED ARTICLES

Most Popular