Placeholder canvas

Placeholder canvas
Homeদেশবালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তিন মাস পর চার্জশিট পেশ সিবিআইয়ের

বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তিন মাস পর চার্জশিট পেশ সিবিআইয়ের

Follow Us :

বালেশ্বর: ওড়িশার বালেশ্বরে ভয়াবহ তৃণ দুর্ঘটনার ৩ মাস পরে চার্জসিট পেশ করল সিবিআই। সূত্রের খবর সেখানে নাম রয়েছে তিন রেল কর্মীর। তাঁরা হলেন, অরুণ কুমার মহাপাত্র, মহম্মদ আমির খান এবং পাপ্পু কুমার। তাঁদের বিরুদ্ধে আগে একাধিক ধারায় মামলা মামলা দায়ের করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৭জুলাই গ্রেফতারও করা হয়েছিল তাঁদের। 

চলতি বছরের ২ জুন সন্ধ্যায় তিন ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছিল গোটা দেশ। দুর্ঘটনার কবলে পড়েছিল একসঙ্গে ৩টি ট্রেন। প্রাণ গিয়েছিল প্রায় ৩০০ জনের, আহতের সংখ্যা বারোশোর বেশি। ওই ঘটনার তদন্তের ভার দেওয়া হয় সিবিআইয়ের উপর। তদন্তের মাঝেই চলতি মাসের গোড়ায় রিপোর্ট জমা দিয়েছিল কমিশনার অফ রেলওয়ে সেফটি। সেখানে বলা হয়েছিল যান্ত্রিক কোনও  ত্রুটি ছিল না।  বরং কর্মীদের ভুলের কারণেই এই ঘটনা ঘটে। আর সেই কারণেই গ্রেফতার করা হয়েছিল ৩ জনকে। 

আরও পড়ুন: ফের বৃষ্টি, পাকিস্তানকে জিততে কত রান করতে হবে?

ওই তিন রেলকর্মীর বিরুদ্ধে ৩০৪ (অপরাধমূলক হত্যাকাণ্ড) ও ২০১ (প্রমাণ লোপাটের চেষ্টা) ধারায় মামলা করেছিল সিবিআই। এদিন বিশেষ সিবিআই আদালতে চার্জশিট পেশ করে সিবিআই। সেখানে অভিযোগ করা হয়েছে, ৯৪ নম্বর লেবেল ক্রশিংয়ের কাজ পরিচালনা করছিলেন অরুণ কুমার মোহন্ত। কিন্তু সিনিয়র ডিএসটিইর কোনও ছাড়পত্র ছিল না তাঁর কাছে। সার্কিট ডায়াগ্রাম তিনি মানেননি বলেই অভিযোগ। তদন্তকারী সংস্থা আদালতকে জানিয়েছে, তিন রেলকর্মীর গাফিলতির জেরেই ভারতীয় রেলের ইতিহাসের অন্যতম বড় দুর্ঘটনা ঘটেছিল।

RELATED ARTICLES

Most Popular