Placeholder canvas

Placeholder canvas
Homeদেশউৎসবের মরশুমে সংক্রমণ রুখতে রাজ্যগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের

উৎসবের মরশুমে সংক্রমণ রুখতে রাজ্যগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের

Follow Us :

নয়াদিল্লি: করনো মোকাবিলায় কোনও শিথিলতা চায় না কেন্দ্র৷ পশ্চিমবঙ্গ-সহ প্রতিটি রাজ্য সরকারকে এই মর্মে চিঠি দিল স্বরাষ্ট্রমন্ত্রক৷ নির্দেশিকায় স্পষ্ট বল হয়েছে, টিকাকরণ যে ভাবে চলছে, তার কোনও ঢিলেমি দেওয়া হবে না ৷ পাশাপাশি, শারীরিক দূরত্ব, স্যানিটাইজেশনের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গুলো আরও কঠোর ভাবে মেনে চলা হবে ৷

কেন্দ্রের উদ্বেগের কারণ হচ্ছে আগামী মাস থেকে শুরু হওয়া নানাবিধ উৎসব। দুর্গাপুজো, নবরাত্রী,  ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে নানাবিধ ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী দুই মাসে। সেই সময়ে জনসমাগম যাতে না হয় সেদিকে নজর রাখার বিষয়ে আগেই সতর্ক করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এবার তা নিয়ে সরকারিভাবে নির্দেশিকা দিল স্বরাষ্ট্রমন্ত্রক।

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উদ্দেশ্যে এই নির্দেশিকা জারি করেছেন। যেখানে আটদফা নির্দেশিকা দেওয়া হয়েছে। যার মধ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আগামী দুই মাসের উৎসবের মরশুমে সতর্ক থাকার। সেই সঙ্গে বলা হয়েছে, যে সকল জেলায় সংক্রমণ বেশি সেখানে বাড়তি নজরদারি করার। অন্যদিকে, যেখানে সংক্রমণ কম বা নেই সেখানে যাতে জনসাধারণ অসতর্ক না হয় সেটাও লখ্য রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন সাংবাদিক সম্মলনে। তিনি বলেছেন, “করোনার দ্বিতীয় ঢেউ এখনও শেষ হয়নি। সেই কারণে আমাদের সাবধানতা মেনেই চলতে হবে। একটু অসতর্ক হলেই বড় বিপদ ঘটে যেতে পারে।” সেই কারণে মাস্ক বা স্যানিটাই জার ব্যবহার এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

করোনা প্রতিরোধের ক্ষেত্রে আগামী দুই মাস বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনই মনে করছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। তাঁর মতে, “সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে অনেক উৎসব রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে নানাবিধ ধর্মীয় উৎসব হওয়ার কথা। অনেক জনসমাগম হয় সেই সকল অনুষ্ঠানে। সেই ভিড় এড়িয়ে চলতে হবে। অন্যথায় অঘটন ঘটে যেতে পারে। এতদিনের পরিশ্রম ব্যর্থও হয়ে যেতে পারে।”

ইতিমধ্যেই কেন্দ্রীয় করোনার তৃতীয় ঢেউয়ের কালো মেঘ জমতে শুরু করেছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সতর্ক করে বলেছে, সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই দেশে তৃতীয় ঢেউ আসতে চলেছে ৷ করোনা সংক্রমণের শেষ ধাপে ভারত পৌঁছে গিয়েছে বলেও সতর্ক করা হয়েছে ৷ দ্বিতীয় ঢেউয়ের সময় সামান্য গাফিলতির ফল ভুগেছে গোটা দেশ ৷ সেই অতীত থেকে শিক্ষা নিয়ে আরও কঠোর ভাবে পদক্ষেপের কথা ভাবছে কেন্দ্র ৷

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Sandeshkhali News | সন্দেশখালিতে নতুন উত্তেজনা মহিলাদের হাতে ঝাঁটা, কটাক্ষ তৃণমূলের
00:00
Video thumbnail
BJP | 'EVM নিয়ে অভিযোগ বন্ধ করুন', কংগ্রেসকে আক্রমণ বিজেপির
05:32
Video thumbnail
NIA | ফের পূর্ব মেদিনীপুরে বিজেপি নেতা খুনের তদন্তে এনআই
08:07
Video thumbnail
Mallikarjun Kharge | 'অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ না', আক্রমণ মল্লিকার্জুন খাড়গের
07:48
Video thumbnail
Mallikarjun Kharge | 'অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ না', আক্রমণ মল্লিকার্জুন খাড়গের
07:48
Video thumbnail
CV Ananda Bose | শ্লীলতাহানির অভিযোগে নয়া মোড়, ৩ কর্মীর বিরুদ্ধেই মামলা রুজু পুলিশের
02:59
Video thumbnail
৪টেয় চারদিক | ‘ভোট চলছে, কী করে অমিত শাহ শেয়ারে টাকা ঢালতে বলেন?’ বিধি ভাঙার অভিযোগ মমতার
42:01
Video thumbnail
Weather Update | আবার বৃষ্টি কবে? কোথায় কোথায় হবে? দেখুন ভিডিও
08:53
Video thumbnail
Mamata Banerjee | সুজাতা মণ্ডলের সমর্থনে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়
12:29
Video thumbnail
Suvendu Adhikari | শালবনিতে ভোটপ্রচারে শুভেন্দু অধিকারী
03:13