Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent Newsপ্রাক্তন মুম্বই পুলিশ কমিশনারের বিরুদ্ধে ফের তোলাবাজির অভিযোগ

প্রাক্তন মুম্বই পুলিশ কমিশনারের বিরুদ্ধে ফের তোলাবাজির অভিযোগ

Follow Us :

মুম্বই: আরও একবার প্রাক্তন মুম্বই পুলিশ কমিশনারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের হলো। এই নিয়ে মেট্রোপলিটন সিটি পুলিশের প্রাক্তন কমিশনার পরমবীর সিংয়ের বিরুদ্ধে চতুর্থ মামলা দায়ের হয়েছে। আর এদিনের তোলাবাজির মামলাটি মুম্বইয়ে দ্বিতীয় মামলা।

এর আগে তোলাবাজির মামলায় গত ১৩ অগস্ট প্রাক্তন মুম্বই পুলিশ কমিশনারের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়। মুম্বই শহরতলীর গোরেগাঁও থানাতে এক ব্যবসায়ী পরম বীর সিংয়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের করেন। সেই এফআইআর-য়ে পরমবীর সিং, শচীন ওয়াজে, সুমিত সিং ওরফে চিন্টু, অল্পেশ পাটেল, বিজয় সিং ওরফে বাবলু এবং রিয়াজ ভাটি নাম ছিল। ব্যবসার অভিযোগ, প্রত্যেকেই বহো রেস্ট এবং বিসিবি বার রেজিস্ট্রেশনের নাম করে প্রায় ১২ লাখ টাকা নিয়েছিলেন।

আরও পড়ুন- তালিবানকে গৌরবান্বিত করে মোদি সরকারকে হুমকি মেহবুবা মুফতির

ব্যবসায়ীর এই অভিযোগের পরপরই সুমিত সিং ওরফে চিন্টুকে গ্রেফতার করা হয়। শচীন ওয়াজের হয়ে চিন্টু হোটেল ব্যবসায়ী থেকে টাকা নিয়েছিল। ওয়াজে সাসপেন্ডেড পুলিশ অফিসার ছিলেন। তোলাবাজির অভিযোগে গত মার্চ মাসে এনআইএ তাকে গ্রেপ্তার করে।

RELATED ARTICLES

Most Popular