Placeholder canvas

Placeholder canvas
HomeScrollজ্ঞানবাপী মসজিদে পুজোর বিরুদ্ধে মসজিদ কমিটির আবেদন খারিজ

জ্ঞানবাপী মসজিদে পুজোর বিরুদ্ধে মসজিদ কমিটির আবেদন খারিজ

জ্ঞানবাপীতে পুজোর অনুমতির বিরুদ্ধে মসজিদ কমিটির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

Follow Us :

বারাণসী: জ্ঞানবাপী মসজিদে পুজোর অনুমতির বিরুদ্ধে মসজিদ কমিটির আবেদনের দ্রুত শুনানির আর্জি সুপ্রিম কোর্টে খারিজ। জ্ঞানবাপীর দক্ষিণাংশের ভূগর্ভস্থ কক্ষে হিন্দুদের বুধবারই পূজার্চনার অনুমতি দেয় বারানসি জেলা আদালত। সেই রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি, মসজিদ চত্বরে স্থিতাবস্থা বজায় রাখার আবেদন পেশ করে। সুপ্রিম কোর্টের এক রেজিস্ট্রারের বাসভবনে রাতেই দ্রুত শুনানির আর্জি জানান হয়। প্রধান বিচারপতিকে না জানিয়ে কোন পদক্ষেপ করা যাবে না, জানিয়ে দেন সেই রেজিস্ট্রার। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ সেই রেজিস্ট্রার কমিটির আইনজীবীকে জানান যে, প্রধান বিচারপতি এলাহাবাদ হাইকোর্টে আবেদন পেশ করতে বলেছেন।

আরও পড়ুন: ইডি গ্রেফতারির বিরুদ্ধে ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে

প্রসঙ্গত, জ্ঞানবাপী মসজিদ চত্বরের মধ্যে থাকা দক্ষিন কক্ষের অধিকার ২৪ জানুয়ারি নিজে হাতে নেয় বারাণসী জেলা প্রশাসন। ওই অংশের নিয়ন্ত্রণ ভার ১৭ জনুয়ারি জেলাশাসককে দেন জেলা বিচারক। এক সপ্তাহ পর থেকে সেখানে আগের মতো পুজো করার অনুমতি দেওয়া হয়। মসজিদের ভূগর্ভস্থ দক্ষিণ কক্ষে পুরোহিতের মাধ্যমে পূজা, ভোগপ্রসাদ দেওয়ার ব্যবস্থা করার জন্য জেলাশাসককে দায়িত্ব দেওয়া হয়। উপযুক্ত নিরাপত্তার স্বার্থে সেখানে বেড়া দেওয়ার কাজও ৭ দিনের মধ্যে করতে হবে, নির্দেশ ছিল আদালতের।

আরও পড়ুন: রেল নিয়ে বড় ঘোষণা, কী কী পরিবর্তন এল দেখুন

উত্তর প্রদেশের বারাণসীতে অবস্থিত জ্ঞানবাপী মসজিদে সপ্তদশ শতাব্দীর হিন্দু মন্দিরের অস্তিত্ব রয়েছে, এই দাবি জানিয়েই মামলা হয়েছিল। জ্ঞানবাপী মসজিদের নীচে হিন্দু মন্দিরের অস্তিত্ব রয়েছে কি না, তা নিয়ে বিতর্ক শুরুর পর থেকেই বন্ধ ছিল মসজিদের তেহখানা বা নীচের তল। মসজিদ নিয়ে মামলা শীর্ষ আদালত অবধি পৌঁছয়। আদালতের নির্দেশে ৩১ বছর বাদে খুলল জ্ঞানব্যাপী মসজিদের (Gyanvapi Mosque) নীচের তল। পুলিশ ও জেলা প্রশাসনের উপস্থিতিতে, কড়া নিরাপত্তায় পুজো হল মসজিদের নীচে। বুধবারই বারাণসী আদালতের তরফে জ্ঞানবাপী মসজিদের বেসমেন্ট বা নীচের তলে ‘ব্যাস কা তেহখানা’য় হিন্দু পক্ষকে পুজো করার অনুমতি দেওয়া হয়।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments