skip to content
Saturday, July 6, 2024

skip to content
Homeজেলার খবরBJP Bengal: বিজেপিতে বিদ্রোহের সুর আরও জোরালো, শান্তনু ঠাকুরের নেতৃত্বে বিক্ষুব্ধ নেতাদের...

BJP Bengal: বিজেপিতে বিদ্রোহের সুর আরও জোরালো, শান্তনু ঠাকুরের নেতৃত্বে বিক্ষুব্ধ নেতাদের পিকনিক

Follow Us :

বনগাঁ: বিজেপির (Bengal BJP) নতুন রাজ্য কমিটিতে মতুয়াদের প্রতিনিধিত্ব না থাকায় দলীয় হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে আসা দিয়ে প্রতিবাদের শুরু। তার পর সময় যত গড়িয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ততই বেসুরো হয়েছেন। একাধিকবার বিক্ষুব্ধ নেতাদের নিয়ে বৈঠক করেছেন বনগাঁর সাংসদ। শনিবারই কলকাতার পোর্ট ট্রাস্ট গেস্ট হাউসে বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতৃত্বের বৈঠক হয়। তার পর সোমবার ফের পিকনিককে সামনে রেখে মিলিত হচ্ছেন তাঁরা।

বনগাঁর রঘুনাথপুরে গোপালনগর দক্ষিণ মণ্ডলের সভাপতি হরিশঙ্কর সরকারের বাড়িতে পিকনিক হচ্ছে। সাংসদ শান্তনু ঠাকুর পিকনিকের মূল উদ্যোক্তা। গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের অশোক কীর্তনিয়া, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস বিশ্বাস উপস্থিত রয়েছেন। পিকনিকে রয়েছেন সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারিরাও। সকাল থেকেই জোরকদমে পিকনিকের প্রস্তুতি শুরু হয়।

বিজেপি বিধায়ক শান্তনু ঠাকুর অবশ্য এটাকে নিছকই পিকনিক বলে দাবি করেছেন। তিনি বলেন, বনগাঁ ছাড়া অন্যান্য এলাকার কর্মকর্তা, কার্যকর্তারা পিকনিকে যোগ দিচ্ছেন। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। নতুন বছরে সবাই মিলে মিলিত হওয়ার জন্যই এই পিকনিকের আয়োজন করা হয়েছে। শান্তনু একথা বললেও বিক্ষুব্ধদের নিয়ে বৈঠকের পরপরই পিকনিকের আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও পড়ুন: Shantanu Thakur: বিজেপিতে মতুয়া বিরোধ বেড়েই চলেছে, শান্তনুকে নিয়ে বিব্রত দল

পিকনিকের রাঁধুনি বলেন, কে কে পিকনিকে যোগ দিচ্ছে জানি না। তবে শান্তনু ঠাকুরকে দেখেছি। সকাল ৭টা থেকে রান্না শুরু হয়েছে। দেড়শো লোকের আয়োজন হয়েছে। মেনুতে রয়েছে- সাদা ভাত, ভেজ ডাল, মাছের কালিয়া, চিকেন কষা, স্যালাড, পাপড়, চাটনি, মিষ্টি। বিক্ষুব্ধ নেতারা পিকনিকের বিষয়টি হালকাভাবে দেখাতে চাইলেও এই পিকনিক ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, কে কে যোগ দিচ্ছেন পিকনিকে, সেদিকে কড়া নজর রাখছে বঙ্গ বিজেপি।

মতুয়া মন জয় করতে ২০২১-এর অনেক আগে থেকেই চেষ্টা চালাচ্ছিল বিজেপি। বড় মা-র কাছে আশীর্বাদ নিতে নরেন্দ্র মোদিকে ছুটে যেতে দেখা গিয়েছে৷ একুশের বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশের ওড়াকান্দিতেও মতুয়া ধামেও ছুটে গিয়েছিলেন৷ ভোট বাক্সে তার ফলও মিলেছে৷ বনগাঁ-সহ নদীয়ার মতুয়া প্রভাবিত বিধানসভাতে শাসকদল হারিয়ে জয় পেয়েছে বিজেপি৷ কিন্তু রাজ্য কমিটি গঠনের পর মতুয়া ক্ষোভ সামাল দিতে কার্যত হিমশিম খাচ্ছে রাজ্য বিজেপি।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Paper Leak | এ কি কাণ্ড! প্রিন্সিপালকেই তুলে দেওয়া হল চেয়ার থেকে, তারপর কী হলো দেখুন
00:00
Video thumbnail
Dilip Ghosh | দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! দেখুন চাঞ্চল্যকর ভিডিও
00:00
Video thumbnail
Rahul Gandhi | প্রিয়াঙ্কা কবে গুজরাতে যাবেন? জানিয়ে দিলেন রাহুল
00:00
Video thumbnail
Suvendu Adhikari | বাগদায় উপনির্বাচনের প্রচারে শুভেন্দু অধিকারী
12:00
Video thumbnail
Dilip Ghosh | দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! দেখুন চাঞ্চল্যকর ভিডিও
02:28
Video thumbnail
Rahul Gandhi | মোদির গড়ে রাহুলের পদার্পণ তারপর কী হলো দেখুন
04:36:10
Video thumbnail
TMC | ৩ তৃণমূল নেতা গ্রেফতার কোথায়, কেন জেনে নিন
03:00:27
Video thumbnail
Bankura | শাসকের অফিস ভাঙচুর, গ্রেফতার ৩ শাসক নেতা
03:46
Video thumbnail
Budget 2024 | ২৩ জুলাই বাজেট, দেশের মানুষের প্রত্যাশা কী কী?
01:20:09
Video thumbnail
Birbhum | বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে পুড়িয়ে 'খুন' বোলপুরে!
09:54