Placeholder canvas

Placeholder canvas
HomeScrollখুনের অভিযোগ, অথচ এফআইআর হয়নি, বিস্মিত কলকাতা হাইকোর্ট

খুনের অভিযোগ, অথচ এফআইআর হয়নি, বিস্মিত কলকাতা হাইকোর্ট

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপি কর্মী খুনের অভিযোগ

Follow Us :

কলকাতা: খুনের অভিযোগ অথচ এফআইআর (FIR) দায়ের হয়নি? বিস্মিত কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয় সেনগুপ্ত। বিচারপতি রাজ্যের আইনজীবীকে জিজ্ঞাসা করেন, খুনের অভিযোগে ধর্তব্য যোগ্য অপরাধ খুঁজে পেলেন না? এই বিষয়ে রাজ্যের পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করা প্রয়োজন। এই মামলায় আগামীকাল শুনানি।

প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপি কর্মী খুনের অভিযোগ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ। ২০ অগাস্ট ২০২১ খুন হন বিজেপি কর্মী শ্রীকান্ত পাত্র। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ। খুনের আগে একাধিকবার পরিবারকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তৃণমূলে যোগদানের জন্য চাপ দেয় বলে অভিযোগ। এরপরেই দুবার পুলিশ কর্মীরা বাড়িতে এসে তৃণমূলে যোগদানের জন্য শাসিয়ে যায় বলে অভিযোগ। খুনের পরের দিন পুলিশকর্মীরা বাড়িতে এসে সাদা কাগজে সই করিয়ে নিতে চায় এবং শ্রীকান্ত পাত্রের মৃত্যু দুর্ঘটনার কারণে হয়েছে বলে জানায়।

আরও পড়ুন: এবার পালা শীত বিলাসীদের মুখে হাসি ফোটার

থানা খুনের অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ। এরপর ২৬ অগাস্ট ২০২১ সালে পরিবারের তরফ থেকে আইসি(IC), এসডিপিও(SDPO), এসপি (SP) এবং সিবিআই (CBI) এর কাছে লিখিত অভিযোগ জানানো হয় বলে দাবি পরিবারের। যদিও কেউই কোনও পদক্ষেপ করেনি বলে মামলায় দাবি।এখনও পর্যন্ত কোন এফআইআর (FIR) দায়ের হয়নি বলে দাবি। রাজ্যের আইনজীবী জানিয়েছেন, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করেছেন এসডিপিও (SDPO).

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular