Placeholder canvas

Placeholder canvas
HomeScrollবিজেপির চতুর্থ তালিকা প্রকাশিত, বাংলার বাকি ২৩ প্রার্থী কবে?
Lok Sabha Election 2024

বিজেপির চতুর্থ তালিকা প্রকাশিত, বাংলার বাকি ২৩ প্রার্থী কবে?

Follow Us :

কলকাতা: বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা (BJP Fourth Candidates List) প্রকাশ হল শুক্রবার। এই তালিকাতেও বাংলার বাকি ২৩ আসনের জন্য কারও নাম রাখা হয়নি। আর সব দল যখন পুরোপুরি প্রচারে নেমে পড়েছে, তখন বিজেপির বাকি প্রার্থীদের তালিকা প্রকাশিত না হওয়ায় নীচের তলার কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। গত ২ মার্চ প্রথমে সারা দেশের ১৯৫ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছিল। তাতে বাংলার ২০ জন প্রার্থীর নাম ছিল। ওই তালিকায় আসানসোলের প্রার্থী করা হয়েছিল ঝাড়খণ্ডের অভিনেতা ও গায়ক পবন কুমার সিংকে। কিন্তু একটি সিনেমার গানে বাঙালি মহিলাদের বিরুদ্ধে কিছু আপত্তিকর কথা ছিল। আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ, অধুনা রাজ্যের তৃণমূল সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন। পরের দিনই পবন ভোটে দাঁড়াবেন না বলে জানিয়ে দেন। ফলে এখন পর্যন্ত বাংলার ২৩ জনের নাম বাকি। মাঝে আরও দুই দফায় তালিকা প্রকাশ হয়। সেগুলিতেও বাংলার প্রার্থীদের নাম ছিল না।

বিজেপির অন্দরের খবর, বেশ কিছু আসনে প্রার্থী নির্বাচন নিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় নেতাদের মধ্যে টানাপড়েনের জন্য পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা যাচ্ছে না। সঙ্ঘ পরিবার যে সব নাম দিচ্ছে, তাতে আপত্তি করছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দলের একাংশের অভিযোগ, প্রার্থী তালিকায় শুভেন্দু নিজের ঘনিষ্ঠ কিছু লোককে টিকিট পাইয়ে দেওয়ার জন্য সচেষ্ট হয়েছেন। দলের রাজ্য নেতৃত্বের একাংশের অভিযোগ, কেন্দ্রীয় নেতাদের কাছে পুরনো নেতাদের থেকেও অনেক বেশি গুরুত্ব পাচ্ছেন শুভেন্দু। তিনি সঙ্ঘ পরিবারের কথাও কানে তুলছেন না। শুভেন্দু এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukant Majumder) ফের দিল্লিতে ডাকা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক বসতে পারে। সেই বৈঠকে বাংলার বাকি ২৪ প্রার্থীর নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দিল্লি

দলীয় সূত্রের খবর, ২০১৯ সালের লোকসভা ভোটে জেতা কিছু আসনের প্রার্থী নিয়েই সমস্যা হচ্ছে। তার মধ্যে রয়েছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, রায়গঞ্জের দেবশ্রী চৌধুরী, দুর্গাপুরের সুরিন্দর সিং আলুওয়ালিয়ার মতো বেশ কয়েকজন। শেষ পর্যন্ত বাংলার তালিকা চূড়ান্ত করতে কেন্দ্রীয় নেতৃত্বকেই হস্তক্ষেপ করতে হবে কি না, সেটাই দেখার। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, বিজেপির তালিকা অনেক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত হয়। কেন্দ্রীয় নির্বাচনী কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম | মমতা-অভিষেকের আদৌ কি কোনও বিবাদ আছে?
56:44
Video thumbnail
Ranaghat | ভোটের আগেই মিঠুনের হাত ধরে তৃণমূল প্রার্থী মুকুটমণির স্ত্রী বিজেপিতে
03:15
Video thumbnail
Sera 10 | অন্ডালে অমিত শাহকে অভ্যর্থনা কয়লা মাফিয়ার !
19:19
Video thumbnail
Weather | কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৬ জেলায়
01:04
Video thumbnail
Arvind Kejriwal | 'মোদি ভোটে জিতলে মমতাকে জেলে পাঠাবেন', জামিনে মুক্তির পরই বিজেপিকে তোপ কেজরির
02:01
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম (পর্ব ৬) | তারকাদের কুর্সি-সভ্যতা
55:32
Video thumbnail
আমার শহর (Amar Sahar ) | বর্ধমান দুর্গাপুরের প্রার্থী কীর্তি আজাদ
02:14
Video thumbnail
Suvendu Adhikari | কেজরির মন্তব্যকে হাতিয়ার করে মমতাকে নিশানা বিরোধী দলনেতার
05:26
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | Dharmajuddha Damama | পঞ্চম দফার আগে ফের আরামবাগে প্রধানমন্ত্রী
11:38
Video thumbnail
District Top News | দেখে নিন আজকের জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি
17:17