skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollজেসিবি দিয়ে মাটি তোলার সময় চাপা পড়ে মৃত্যু হল চার শিশুর
Chopra Incident

জেসিবি দিয়ে মাটি তোলার সময় চাপা পড়ে মৃত্যু হল চার শিশুর

উদ্ধার কাজে হাত লাগায় বিএসএফ জওয়ানরা, এলাকায় চাঞ্চল্য

Follow Us :

রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলার চোপড়া (Chopra PS) থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগজ এলাকায় একটি মাটির ড্রেন করার সময় কয়েকটি বাচ্চা চাপা পড়ে যায়। পুলিশ ও বিএসএফের সহযোগিতায় শিশুগুলিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক চারজনকে মৃত বলে ঘোষণা করেন।

বিএসএফএর অধীনস্ত নো ম্যানস ল্যান্ডে সিপিডব্লুডির রাস্তার পাশে মাটি খুঁড়ে ড্রেন করা হয়। এবছর তা আরও গভীর করে করা হয়েছে কয়দিন আগে। আজ এলাকার বাচ্চারা খেলার জন্য সেই এলাকায় যায়। হঠাৎ করে ড্রেনের মাটি ধসে পড়ে সেই মাটিতেই পড়ে মৃত্যু হল চার শিশুর। মৃত শিশুর বয়স ৬ থেকে ১৪ বছর। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার দাসপাড়া সীমান্তবর্তী এলাকায়। দ্রুত চার শিশুকে উদ্ধার করে স্থানীয় দলুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। উদ্ধার কাজে হাত লাগিয়েছে বিএসএফ জওয়ানরা। গোটা এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

আরও পড়ুন: আরামবাগের সরকারি মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেব

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular