কলকাতা: খেলার মাঠে স্কুল তৈরি করা নিয়ে বিতর্কের অবসান কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।
প্রস্তাবিত ইংরেজি মাধ্যম বিদ্যালয় তৈরি হবে। খেলার মাঠ জমির বাকি অংশে বজায় থাকবে। মুর্শিদাবাদ (Murshidabad) জেলাশাসকের (DM) এমন রিপোর্টে (Report) সন্তোষ প্রকাশ কলকাতা হাইকোর্টের।
আরও পড়ুন: শুভেন্দুর সন্দেশখালি যাওয়া আটকাতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য
শুনানিতে আদালত বলেছিল, সরকার নিশ্চয়ই অসীম ক্ষমতাবান। কিন্তু স্কুলের খেলার মাঠ সরকার বুলডোজ করবে কেন? সব ক্ষেত্রেই ভারসাম্য দরকার।
মুর্শিদাবাদের আখরিগঞ্জ হাইস্কুল ১.২২ একর জমি পেয়েছিল খেলার মাঠ করার জন্য। স্কুলের অনুমতি নিয়ে স্থানীয় পঞ্চায়েত সেখানে পাবলিক ফান্ড ব্যবহার করে ছোটখাটো স্টেডিয়ামও বানিয়ে দিয়েছে। সেই মাঠেই ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল বানাতে উদ্যোগী প্রশাসন। জেলাশাসকের কাছে আবেদন অন্য কোনও জমিতে স্কুল গড়ার জন্য। ভগবানগোলা দুই বিডিওর কাছে সরকারি উদ্যোগ বন্ধ করতে গণ আবেদন। লাভ না হওয়ায় জনস্বার্থ মামলা।
ওই জমির একাংশে স্কুল তৈরি করে বাকি অংশে খেলার মাঠ বজায় রাখতে অসুবিধা কোথায়? সরকার পক্ষ এক সপ্তাহের মধ্যে তাদের অভিমত জানাক। এর মধ্যে ওই জমির কোনওরকম বদল ঘটানো যাবে না। ২২ ফেব্রুয়ারি নির্দেশ দেয় হাইকোর্ট।
আরও খবর দেখুন