কলকাতা: জামিনে (Bail) ছাড়া পাচ্ছেন শুনে কেঁদে ফেলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha)। তাঁর প্রথম প্রতিক্রিয়া, সত্যের জয় হল। বুধবার জেল থেকে ছাড়া পাচ্ছেন জীবনকৃষ্ণ সাহা। শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন তিনি। শর্তে বলা রয়েছে আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবে না। সিবিআই যতবার ডাকবে আসতে হবে। তদন্ত নিয়ে কারও সঙ্গে কোনও কথা বলা যাবে না। পাসপোর্ট যদি এজেন্সির কাছে জমা না থাকে তাহলে জমা দিতে হবে।
নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এসএসসি নিয়োগ দুর্নীতিতে মামলায় ২০২৩ সালের ১৭ এপ্রিল গ্রেফতার করা হয় বড়ঞার তৃণমূল বিধায়ককে। সেই মামলায় জামিনের আর্জি নিয়ে শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি। মঙ্গলবার সেই মামলায় জামিন দিল শীর্য আদালত। জামিনের আবেদন নিয়ে তিনি প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। সেখানে জীবনের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। একাধিক বার তাঁর জামিন-আর্জির শুনানি পিছিয়ে যায় শীর্ষ আদালতে।
আরও পড়ুন: সন্দেশখালিতে গ্রামবাসীদের সঙ্গে কথা প্রিয়ঙ্কার
আরও খবর দেখুন