Placeholder canvas

Placeholder canvas
HomeScrollজমি কেউ কাড়তে পারবে না, আদিবাসীদের আশ্বাস মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee

জমি কেউ কাড়তে পারবে না, আদিবাসীদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

মাহাতদের জনসংখ্যা নিয়ে রাজ্য সরকার সমীক্ষা করবে, ঘোষণা মমতার

Follow Us :

পুরুলিয়া: আপনাদের জমি কেউ কাড়তে পারবে না বলে আদিবাসীদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )। মঙ্গলবার পুরুলিয়ার (Purulia) শিমুলিয়া ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মমতা বলেন, আমার আদিবাসী মা, ভাই, বোনেরা, নিশ্চিন্তে থাকুন। সরকার আপনাদের পাশে আছে। রাজনৈতিক মহল বলছে, সন্দেশখালির (Sandeshkhai Incident) আবহেই এদিন মুখ্যমন্ত্রী আদিবাসীদের উদ্দেশে এই বার্তা দিলেন। তবে ভাষণে একবারও মুখ্যমন্ত্রী সন্দেশখালির নাম উচ্চারণ করেননি।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১০)

রাজ্যে বসবাসকারী মাহাতরা নিজেদের তফসিলি জনজাতি হিসেবে ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। মুখ্যমন্ত্রী এদিনের সভায় মাহাতদের জনসংখ্যা নিয়ে সমীক্ষা করা হচ্ছে বলে ঘোষণা করেন। তিনি বলেন, আপনাদের তফসিলি জনজাতি হিসেবে ঘোষণার ক্ষমতা রাজ্যের হাতে নেই। তা রয়েছে কেন্দ্রের হাতে। আমরা কেন্দ্রের কাছে আগেও এই দাবি জানিয়েছি। আবারও জানাব। আমি মাহাতদের বলছি, আপনারা মাহাত এবং আদিবাসীদের মধ্যে ঝগড়া লাগাবেন না। আমিও ঝগড়া লাগাতে চাই না। মাহাতদের বহু পুরনো দাবি, তফসিলি জনজাতি হিসেবে স্বীকৃতি দিতে হবে। সেটা আমাদের হাতে নেই। আমি দেখছি, আদিবাসীদের জাতিগত শংসাপত্র নিয়ে যেন কোনও সমস্যা না হয়।

আরও পড়ুন: জামিন চেয়ে হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়

মুখ্যমন্ত্রী বলেন, পুরুলিয়া লোকসভা কেন্দ্রে গত ভোটে বিজেপি জিতেছিল। কিন্তু বিজেপি সাংসদ কী কাজ করেছেন পুরুলিয়ার জন্য? কিছুই করেননি। বিজেপি ভোট এলে শুধু মিথ্যে প্রতিশ্রুতি দেয়। ভোটের সময় ওরা বাইরে থেকে বেড়াতে আসে। ভোট মিটলে আর ওদের পাত্তা পাওয়া যায় না। এখন সিপিএম আর কংগ্রেস ওদের সঙ্গে মিশে আছে। ভোট এলে ওরা ভয় দেখাবে। বিজেপি থেকে দূরে থাকবেন। ওরা বিপদের সময় থাকবে না। আমরা ৩৬৫ দিন তৃণমূলই আপনাদের পাশে থাকবে। মমতা আরও বলেন, সারি আর সারনা ধর্মের স্বীকৃতির জন্য আমরা আবার কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখব। আগেও লিখেছি।

 দেখুন ভিডিও: 

RELATED ARTICLES

Most Popular