Placeholder canvas

Placeholder canvas
HomeScrollগঙ্গার তীরে আর নির্মাণ নয়, বিহার সরকারকে নিশ্চিত করতে সুপ্রিম নির্দেশ

গঙ্গার তীরে আর নির্মাণ নয়, বিহার সরকারকে নিশ্চিত করতে সুপ্রিম নির্দেশ

পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের হালও জানতে চায় দেশের শীর্ষ আদালত

Follow Us :

নয়াদিল্লি: গঙ্গার (Ganga) তীরে আর কোনও নির্মাণ (Construction) নয়। বিহার সরকারকে (Bihar Government) তা নিশ্চিত করতে সুপ্রিম (Supreme Court) নির্দেশ। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের হালও এই প্রেক্ষিতে জানতে চায় দেশের শীর্ষ আদালত।

পাটনা সংলগ্ন গঙ্গার অববাহিকায় ২১৩ টি বেআইনি নির্মাণ চিহ্নিত। প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে, জানতে চাইল বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসি’র ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেফতার গৃহ শিক্ষক

নির্মিত হয়েছে বেআইনি কলোনি, ইট ভাটা ও অন্যান্য কাঠামো। বিহার সরকার নিজেই দেড় কিলোমিটার রাস্তাও তৈরি করেছে। যে অববাহিকা অঞ্চল এক সমৃদ্ধ বাস্তুতন্ত্রের ঠিকানা। এমনকী এই উপমহাদেশে মিষ্টি জলের ডলফিনের আদর্শ বিচরণভূমি। ২০২০ সালে যা রক্ষার নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত।

বিহার সরকার নিজেই সক্রিয়ভাবে বেআইনি নির্মাণে মদত দিচ্ছে। পাটনার মাটির নীচের জল আর্সেনিক দূষণে দূষিত। ফলে শহরের নাগরিক গঙ্গার জলের উপরে নির্ভরশীল। তা সত্ত্বেও এমন নির্মাণ মদত দেওয়া চলছেই। অভিযোগ মামলাকারীর।

পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের প্রসঙ্গে জানতে চাই। এই মামলায় ওই দুই রাজ্য সরকারকে যুক্ত করা দরকার। কেন্দ্রীয় সরকারের আইনজীবীর প্রতি বেঞ্চ।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular