Placeholder canvas

Placeholder canvas
HomeScrollএলাকাবাসীর উদ্যোগে সুবর্ণরেখার উপর কাঠের সেতু তৈরি হল

এলাকাবাসীর উদ্যোগে সুবর্ণরেখার উপর কাঠের সেতু তৈরি হল

উপকৃত এলাকার বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ

Follow Us :

গোপীবল্লভপুর: এলাকাবাসীর উদ্যোগে তৈরি হল সুবর্ণরেখা উপর কাঠের সেতু
(Subarnarekha River Wooden Bridge) ! সাধারণ মানুষজনের সুবিধার্থে যোগাযোগ ব্যবস্থার জন্য এগিয়ে এল গোটা গ্রাম। বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি। তাই এক প্রকার বাধ্য হয়েই গ্রামের মানুষজন উদ্যোগ নিয়ে বানিয়ে ফেললেন কাঠের সেতু! আর এই সেতু তৈরি হওয়ার ফলে উপকৃত হচ্ছেন এলাকার বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষজন। সুবর্ণরেখা নদীর উপর কাঠের ব্রীজ দিয়ে আনুষ্ঠানিক ভাবে যাতায়াত শুরু হয়।

নিত্যদিন সুবর্ণরেখা নদী পেরিয়ে স্কুলকলেজের ছাত্রছাত্রী, অফিসযাত্রী ও বাসিন্দাদের চিকিৎসার, প্রয়োজনীয় কাজে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল আসতে হয়। শুধু তাই নয় ঝাড়খন্ডের নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষজনকে এবং গোপীবল্লভপুর জানাঘাটি, মদনশোল সহ বেশ কয়েকটি গ্রামের মানুষকে এই ঝুঁকি নিয়ে নদী পারপার করতে হয়। স্থানীয় বাসিন্দাদের যোগাযোগের জন্য ভরসা করতে হতো নৌকার উপর। কিন্তু সারা বছর নদীতে  জল না থাকায় সমস্যায় পড়তে হত সাধারণ মানুষকে। আবার বর্ষায় ঝুঁকি নিয়ে পারপার করতে হয় নদী। ঘুর পথে প্রায় ৩০ – ৪০ কিলোমিটার রাস্তা ঘুরে গোপীবল্লভপুর (Gopiballavpur) বাজারের পৌঁছাতে হয় সবাইকে। এই পথ পেরতে এলাকাবাসীর সমস্যার হচ্ছে। বাসিন্দারা নিজ উদ্যোগে সুবর্ণরেখা নদীর গড়ে তুললেন আস্ত একটি ফেয়ারওয়েদার ব্রীজ।

আরও পড়ুন: আদিবাসী নাবালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, ধৃত যুবক

গ্রামবাসীদের যৌথ প্রচেষ্টায় তৈরি কাঠের সেতুর উপর শুরু হয়েছে যাতায়াত। স্বাভাবিক ভাবেই দীর্ঘ ৪০ থেকে ৫০ কিলোমিটার রাস্তা মাত্র ৮ – ১০ কিলোমিটার এর মধ্যে এসে যাওয়ায় খুশি সবাই। আসনবনী গ্ৰামের বাসিন্দা সুখেন চন্দ্র নায়েক,তপন কুমার ভূঁইয়া, দুর্গা বিশুইরা জানান, ব্রিজ হতে একদিকে যেমন যোগাযোগের সুবিধা বাড়ল, তেমনি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সাধারণ মানুষের অনেক সুবিধা হল।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular