অযোধ্যা: আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই সেই মাহেন্দ্রক্ষণ। রামমন্দিরে (Ram Mandir) রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে সেজে উঠেছে অযোধ্যানগরী (Ayodhya)। উৎসবে (Festival) ভাসছে সর্বত্র। রাম উন্মাদনা চারিদিকে। সোমবার সব পথ মিশেছে অযোধ্যায়। গোটা অযোধ্যাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তার আয়োজন করা হয়েছে। গত কালকেই অতিথিরা পৌঁছে গিয়েছেন এখানে। দেশে, বিদেশ থেকে সাধু সন্তরা এসেছেন। বহু মানুষ এসেছেন। এদিন সকাল থেকেই সাজ সাজ রব। দেখা যায় নিরাপত্তার জন্য রামমন্দিরের আশেপাশে ব্যারিকেড করে দিয়েছে পুলিশ। বিভিন্ন জায়গায় নাচ, গান হচ্ছে। বিভিন্ন জায়গার সংস্কৃতি সেখানে ধরা পড়ছে। নিজস্ব সংস্কৃতির পোশাক পরে নাচের অনুষ্ঠানে দেখা গিয়েছে অনেককে। ইতিমধ্যে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছেছেন অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকর, মাধুরী দীক্ষিত, অনুপম খের সহ বিশিষ্ট অতিথিরা। এসেছেন ৫৪টি দেশের প্রতিনিধিরা
সকাল ১০ টা বেজে ২৫ মিনিটে অযোধ্যা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। তিনি ১০ টা ৪৫ মিনিটে অযোধ্যা হেলিপ্যাডে যাবেন। ১০ টা ৫৫ মিনিটে রাম জন্মভূমিতে আসবেন। দুপুর ১২টা ৫ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হবে।
আরও পড়ুন: অসমে বিজেপির হামলা কলকাতা টিভির উপর
এখন সবার অপেক্ষা নব নির্মিত রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের জন্য। দেশ জুড়ে তাই অপেক্ষার প্রহর গোনার পালা চলছে। সারা দেশের বিভিন্ন মন্দিরে রাম পুজোর আয়োজন করা হয়েছে এদিন। পশ্চিমবঙ্গেও একাধিক মন্দিরে রাম পুজো হবে। পোস্টার, ফেস্টুনে রামের ছবি টাঙানো হয়েছে। জয় শ্রী রাম ধ্বনিতে মুখরিত বিভিন্ন এলাকা। এদিন সকাল থেকেই সেসব মন্দির চত্বর পরিষ্কার করতে দেখা গিয়েছে বিজেপি শিবিরের কর্মী সমর্থকদের। এদিনই কলকাতাতে একাধিক মিছিল রয়েছে। রাম ভক্তদের মিছিল রয়েছে। আবার তৃণমূলের সংহতি মিছিল রয়েছে। সেই মিছিলে হাঁটার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আরও খবর দেখুন