কলকাতা: গত বছর ৮ ডিসেম্বর ফুটবল থেকে অবসর ঘোষণা করেছিলেন সুব্রত পাল। এক সময় ভারতীয় দলের গোলপোস্টের নীচে অতন্দ্র প্রহরী নীরবেই তাঁর বুটজোড়া তুলে রাখেন। তাঁকে এবং বাংলার আরও বেশ কিছু কৃতী ফুটবলারকে সম্মান জানাল অ্যাম্বিডেক্সট্রাস ইন্ডিকা প্রাইভেট লিমিটেড (AIPL)। সোদপুর সন্নিহিত নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের মাঠে হল এক প্রীতি ম্যাচ। এই নাটাগড়েরই ছেলে সুব্রত।
আরও পড়ুন: আইসিসির বর্ষসেরা ওডিআই একাদশে রোহিত-বিরাট
প্রাক্তন ভারতীয় গোলকিপার ছাড়াও এআইপিএল-এর তরফে সম্মান জানানো হল সন্দীপ নন্দী, অ্যালভিটো ডি’কুনহা, দীপক মণ্ডল, মেহতাব হোসেন, রহিম নবি, অর্ণব মণ্ডল, দীপঙ্কর রায়, দেবব্রত রায়, অসীম বিশ্বাস, বাসুদেব মণ্ডল, সফর সর্দার এবং লালকমল ভৌমিককে। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় এবং প্রাক্তন ভারতীয় ফুটবলার দেবাশিস মুখোপাধ্যায়।
এআইপিএলের উদ্যোগে খুশি সুব্রত বলেন, এই ইভেন্টের জন্য আয়োজক এআইপিএলকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের খেলোয়াড়দের এরকম আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়া খুবই আবেগপূর্ণ। বিভিন্ন ক্লাবের হয়ে খেলা এবং ট্রফি জেতা আমার জন্য সম্মানের।