Placeholder canvas

Placeholder canvas
HomeScrollনামহীন জার্সিতে আজ বেলজিয়ামের সামনে ইংল্যান্ড
England vs Belgium

নামহীন জার্সিতে আজ বেলজিয়ামের সামনে ইংল্যান্ড

ফিফা ক্রমতালিকায় তিন নম্বরে ইংল্যান্ড এবং চারে বেলজিয়াম

Follow Us :

লন্ডন: আগামী ১৫ জুন শুরু উয়েফা ইউরো কাপ (UEFA Euro Cup 2024)। তার দল ঘোষণার আগে শেষ ম্যাচে আজ বেলজিয়ামের মুখোমুখি ইংল্যান্ড। গত শনিবার ঘরের মাঠ ওয়েম্বলি স্টেডিয়ামে (Wembley Stadium) ব্রাজিলের কাছে ১-০ হেরেছে ইংল্যান্ড। তা সত্ত্বেও দলের খেলায় সন্তুষ্টি প্রকাশ করেছিলেন কোচ গ্যারেথ সাউথগেট (Gareth Southgate)। এটা ঠিক যে হ্যারি কেন (Harry Kane), বুকায়ো সাকা, জ্যাক গ্রিলিশ খেলেননি। তবু এতটা ম্যাড়মেড়ে ফুটবল আশা করা যায়নি ইংল্যান্ডের কাছে।

আজও সেই ওয়েম্বলি স্টেডিয়ামেই খেলা, প্রতিপক্ষ খুবই শক্তিশালী বেলজিয়াম। ফিফা ক্রমতালিকায় তিন নম্বরে ইংল্যান্ড এবং চারে বেলজিয়াম। কাজেই নামে ফ্রেন্ডলি ম্যাচ হলেও লড়াই হবে যথেষ্ট। সাউথগেটের সমস্যা দলে একাধিক চোট-আঘাত। আক্রমণ ভাগের তিনজনের কথা আগেই বলা হয়েছে। ব্রাজিল ম্যাচে রক্ষণের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় কাইল ওয়াকার এবং হ্যারি ম্যাগুয়ার ব্রাজিল ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন। আজ তাঁদের পাবেন না সাউথগেট।

আরও পড়ুন: দ্বিতীয় দফার আইপিএলে KKR কবে কোথায় খেলবে? জেনে নিন সূচি

ইউরো কাপের দল ঘোষণায় সেই ক্লাবের পারফরম্যান্সই মাপকাঠি হয়ে দাঁড়াবে। সাউথগেট তাঁদেরই দল রাখবেন যাঁরা প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগে ভালো খেলবেন। চাপ আছে খোদ কোচের উপরেও। দায়িত্ব নেওয়ার পর একবার বিশ্বকাপ সেমিফাইনাল এবং ইউরোর ফাইনালে পৌঁছলেও কাপ আসেনি। ২০২৪ ইউরো কাপ জিততে না পারলে তাঁকে দায়িত্ব ছাড়তেই হবে।

আজকের ইংল্যান্ড বনাম বেলজিয়াম ম্যাচের অন্য এক গুরুত্ব রয়েছে। দ্বিতীয়ার্ধে নামহীন জার্সি পরে নামবেন ফিল ফোডেনরা। ব্রিটেনে প্রায় ৯ লক্ষ মানুষ ডিমেনশিয়ায় আক্রান্ত। এই রোগে মানুষ স্মৃতি হারিয়ে ফেলে। অ্যালঝাইমার রোগের প্রতি সচেতনতা বাড়াতে এবং আর্থিক সহায়তা প্রদানে এই ম্যাচ খেলবে ইংল্যান্ড।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular