Placeholder canvas

Placeholder canvas
HomeIPL 2024ইডেনের প্রথম অনুশীলনে গম্ভীরের বিশেষ বার্তা
Gautam Gambhir

ইডেনের প্রথম অনুশীলনে গম্ভীরের বিশেষ বার্তা

মেন্টর একদম শুরুতেই বুঝিয়ে দিলেন তিনি দলের কাছ থেকে কী চান

Follow Us :

কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের (KKR) বেশিরভাগ ক্রিকেটারই বৃহস্পতিবার কলকাতায় চলে এসেছিলেন। সেদিনই শহরে পা দেন মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। শুক্রবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) হল কেকেআরের প্রথম অনুশীলন। রিঙ্কু সিং (Rinku Singh), ভেঙ্কটেশ আইয়ারদের (Venkatesh Iyer) মেন্টর একদম শুরুতেই বুঝিয়ে দিলেন তিনি দলের কাছ থেকে কী চান।

কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে (Chandrakant Pandit) পাশে নিয়ে গম্ভীর বলেন, “আমরা মরসুম শুরু করছি আজ থেকে। শারীরিক, মানসিক এবং দক্ষতার দিক থেকে সবটা দাও। খুব গর্বিত এবং সফল ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করছ তোমরা। সেটা মাথায় রেখেই অনুশীলন করবে, খেলবে, মাঠে সেই অভিব্যক্তিই দেখাবে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়।”

আরও পড়ুন: শ্রেয়সের আর্থিক চুক্তি ফিরিয়ে দিতে পারে বিসিসিআই

 

গম্ভীর আরও বলেন, “একটা বিষয়ে আমি ভীষণভাবে বিশ্বাস করি, তা হল খেলোয়াড়দের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া। এই গ্রুপের প্রত্যেকের সঙ্গে সমান ব্যবহার করা হবে। এখানে কোনও সিনিয়র জুনিয়র নেই, কোনও দেশি-বিদেশি দেখা হবে না। আমাদের একটাই মিশন, এবারের আইপিএল জেতা (IPL 2024)। প্রত্যেককে সেই রাস্তাই অনুসরণ করতে হবে। ২৬ মে আমাদের ফাইনালে থাকা উচিত এবং তার শুরুটা আজ থেকে। ২৬ নয়, ২৩ তারিখ নয়, আজ থেকে। আমরা সবাই এক পথে চলব, লড়ব। আমি নিশ্চিত আমরা অনেক সাফল্য পাব।”

সবশেষে গম্ভীর জানিয়ে দেন, যে কোনও সমস্যায় যে কোনও প্রশ্ন থাকলে নির্দ্বিধায় করা যাবে। এরপর কোচ পণ্ডিত, জানান অনুশীলন শুরু হবে ভারতীয় রীতি মেনে ঈশ্বরের স্মরণ করে। মাঠের মধ্যে তিনটে স্টাম্পে মালা পরানো হয়, পুজো দেওয়া হয়। নারকেল ফাটালেন ভেঙ্কটেশ আইয়ার। মরসুমের শুভ উদ্বোধন হয়ে গেল।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular