skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeখেলাহেডের সেঞ্চুরিতে আইপিএলে নয়া রেকর্ড হায়দরাবাদের
IPL 2024: RCB vs SRH

হেডের সেঞ্চুরিতে আইপিএলে নয়া রেকর্ড হায়দরাবাদের

নিজেদের রেকর্ড ভেঙেই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান হায়দরাবাদের

Follow Us :

বেঙ্গালুরু: নিজেদের গড়া রেকর্ড ভেঙেই আইপিএলের (IPL 2024) ইতিহাসে নতুন নজির গড়ল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। সোমবার চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর ৩০তম লিগ ম্যাচে ব্যাট করতে নেমে বেনজির তাণ্ডব চালায় হায়দরাবাদ (RCB vs SRH)। রানের সুনামি ওঠে বেঙ্গালুরুতে, টুর্নামেন্টের ইতিহাসে সব থেকে বেশি রানের দলগত ইনিংসের সর্বকালীন রেকর্ড গড়ে হায়দরাবাদ।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪৩)

হায়দরাবাদে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিন উইকেটে ২৭৭ রান তুলল সানরাইজার্স হায়দরাবাদ। যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলগত স্কোর। এতদিন সেই রেকর্ড ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঝুলিতে। এদিনের ম্যাচে দুর্দান্ত ফর্মে ছিলেন ট্র্যাভিস হেড (Travis Head)। ১৮ ওভারের শেষে রান পৌঁছেছে ২৪১। ট্র্যাভিস হেড করলেন ৪১ বলে ১০২, মেরেছেন নয়টা চার, আটটা ছক্কা, স্ট্রাইক রেট ২৪৮.৭৮! সেঞ্চুরি করতে নিয়েছেন ২৯ বল, বলা হচ্ছে এটাই আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম সেঞ্চুরি।

আরও পড়ুন: পথচলা শুরু করল ‘ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব’

সপ্তাহ দুয়েক আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে দলীয় রানের রেকর্ড গড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। নিজেদের সেই রেকর্ড এবার নিজেরাই ভেঙে নতুন রেকর্ড গড়ল তারা। শেষ অবধি ২৮৭ রানের লক্ষ্যমাত্রা রাখল হায়দরাবাদ। যা আইপিএলের এই সংস্করণে রেকর্ড সর্বোচ্চ। বলা বাহুল্য, এই ম্যাচ বেঙ্গালুরু বার করতে পারলে ক্রিকেট ইতিহাসের একটা অধ্যায় নতুন করে লেখা হবে।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular