Placeholder canvas

Placeholder canvas
HomeScrollকালো আর্মব্যান্ড পরে খেলছেন রোহিত শর্মারা, কেন 
India vs England

কালো আর্মব্যান্ড পরে খেলছেন রোহিত শর্মারা, কেন 

পারিবারিক সমস্যায় ম্যাচের মাঝপথ থেকেই সরে গিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন

Follow Us :

রাজকোট: তৃতীয় টেস্ট জমে উঠেছে। ভারতের ৪৪৫ রানের জবাবে তৃতীয় দিন লাঞ্চের সময় ইংল্যান্ড পাঁচ উইকেট হারিয়ে ২৯০ করেছে। আজকের গোটা দিনটা খুবই গুরুত্বপূর্ণ, আজকের খেলাই বলে দেবে রাজকোট টেস্টে কে এগিয়ে। আজ ভারতীয় দল যখন মাঠে নামে, দেখা গেল প্রত্যেকে কালো আর্মব্যান্ড পরেছেন। তবে ইংল্যান্ডের খেলোয়াড়দের হাতে কিছু ছিল না। স্বভাবতই প্রশ্ন ওঠে কেন কালো আর্মব্যান্ড। তার উত্তর আগেই দিয়ে রেখেছে বিসিসিআই (BCCI)।

অতি সম্প্রতি মৃত্যু হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক দত্তাজিরাও গায়কোয়াড়ের (Dattajirao Gaekwad)। তাঁকে শ্রদ্ধা জানাতেই কালো আর্মব্যান্ড। শনিবার বিসিসিআইয়ের তরফে টুইট করে বলা হয়, “প্রাক্তন ভারত অধিনায়ক এবং দেশের প্রবীণতম টেস্ট ক্রিকেটার দত্তাজিরাও গায়কোয়াড় সম্প্রতি প্রয়াত হয়েছেন, তাঁর টিম ইন্ডিয়া কালো আর্মব্যান্ড পরবে।”

আরও পড়ুন: ফের লোক হাসালেন জো রুট, জাঁকিয়ে বসছে ভারত

 

গায়কোয়াড়ের মৃত্যু হয়েছে গত মঙ্গলবার। তিনি ভারতের জীবিত প্রবীণতম ক্রিকেটার ছিলেন। ডানহাতি এই ব্যাটার দেশের হয়ে ১১টি টেস্ট ম্যাচ খেলেছিলেন, একটি অর্ধশতরান সহ ১৮.৪২ গড়ে ৩৫০ রান করেন। ১৯৫৯ সালে ইংল্যান্ড সফরে নেতৃত্ব দেন তিনি এবং চেন্নাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ১৯৬১ সালে শেষ ম্যাচ খেলেন। গায়কোয়াড় ১১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৬.৪০ গড়ে ৫৭৮৮ রান করেছিলেন। সেই সঙ্গে ২৫টি উইকেটও ছিল তাঁর ঝুলিতে।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কররে লোপাট (পর্ব-৩)

প্রসঙ্গত, রোহিত শর্মার (Rohit Sharma) লক্ষ্য এখন যত দ্রুত সম্ভব ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দেওয়া। পারিবারিক সমস্যায় ম্যাচের মাঝপথ থেকেই সরে গিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ফলে রোহিতের হাতে এখন চার বোলার। সবাইকেই বাড়তি দায়িত্ব নিতে হবে। কুলদীপ যাদব (Kuldeep Yadav) সেটাই করছেন। ইতিমধ্যেই দুই উইকেট নিয়েছেন এবং তাঁকে খেলতে প্রবল বেগ পাচ্ছেন ইংলিশ ব্যাটাররা।

দেখুন অন্য খবর:

 

RELATED ARTICLES

Most Popular