রামপুরহাট: ম্যাটাডোরে সঙ্গে মোটর চালিত ভ্যানের সংঘর্ষে মৃত ৪ মহিলা শ্রমিক৷ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন ৷ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট (Rampurhat) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে৷ বীরভূমের রামপুরহাটের রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে মুনসুবা মোড়ের কাছে মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় চাঞ্চল্য।
সূত্রের খবর, রামপুরহাটের চিতুরি গ্রাম থেকে একটি মোটরচালিত ভ্যানে করে মাড়গ্রামে চাষের কাজ করতে যাচ্ছিলেন ১৫ থেকে ১৬ জন শ্রমিক৷ সেই সময় রামপুরহাটের মুনসুবা মোড় ১৪ নম্বর জাতীয় সড়কে কাছে মল্লারপুরের দিক থেকে আসা একটি গাড়ি ইঞ্জিনচালিত ভ্যানে পিছন থেকে ধাক্কা মারে৷ ধাক্কায় ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় ভ্যানের যাত্রীরা৷ সেই সময় অপর একটি গাড়ি তাদের চাপা দেয়৷
আরও পড়ুন: আজকে আপনার দিনটি কেমন? জানুন আজকের রাশিফল
স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই মৃত্যু হয় রাসমণি সরদার, লীলা লেট, রাখি সরদারের৷ হাসপাতালে নিয়ে আসার পর আরও এক মহিলার মৃত্যু হয়েছে৷ আহতরা রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন৷ তবে হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক৷
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনী৷ ঘাতক ম্যাটাডোরটিকে নিজেদের হেফাজতে নিয়েছে রামপুরহাট থানার পুলিশ৷ তবে, দুর্ঘটনার পর থেকে ভ্যানের চালক পলাতক৷ পুলিশ তাঁদের খোঁজ শুরু করেছে৷
আরও অন্য খবর দেখুন