লন্ডন: ক্যানসারে আক্রান্ত ব্রিটেনের রাজা কিং চার্লস। সিংহাসনে বসার ৬ মাসের মধ্যেই মারণব্যাধিতে আক্রান্ত হয়েছেন তিনি। বাকিংহাম প্যালেসের তরফে এই খবরটি জানানো হয়েছে। বাবার ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানতে পেয়েই প্রিন্স হ্যারি ব্রিটেনে আসার তোড়জোড় শুরু করছেন।
বাকিংহাম প্যালেসের তরফে একটি বিবৃতিতে জারি করে বলা হয়েছে, ৭৫ বছর বয়সি কিং চার্লস গত মাসে প্রস্টেটের সমস্যা নিয়ে তিনদিন হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সময়ই মনে করা হয়েছিল, চার্লস প্রস্টেট ক্যানসারে আক্রান্ত। তারপর তাঁর অন্য কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। এরপর বিভিন্ন পরীক্ষার পর জানা যায়, তিনি ক্যান্সারে আক্রান্ত। তবে তিনি ঠিক কোন ধরনের ক্যানসারে আক্রান্ত তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: আজকে কলকাতার আবহাওয়া কেমন? জানুন এক মিনিটে
তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরে গত মে মাসে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে আনুষ্ঠানিক ভাবে চার্লসের সিংহাসনে বসার রাজকীয় প্রক্রিয়ার সূচনাহয়েছিল। গত ৮ সেপ্টেম্বর ইংল্যান্ডের রাজ সিংহাসনে বসেছিলেন তৃতীয় চার্লস।
দেখুন আরও অন্যান্য খবর: