Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরSikkim Accident: সিকিমের পথ দুর্ঘটনায় মৃত্যু বাঁকুড়ার এক ভারতীয় জওয়ানের

Sikkim Accident: সিকিমের পথ দুর্ঘটনায় মৃত্যু বাঁকুড়ার এক ভারতীয় জওয়ানের

Follow Us :

বাঁকুড়া: শুক্রবার সিকিমের (Sikkim) লাচেনের (Lachen) জেমাতে খাদে পড়ে যায় ভারতীয় সেনা জওয়ানদের (Indian Army) গাড়ি। সেই পথ দুর্ঘটনায় ১৬ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে বাঁকুড়ার এক সেনা জওয়ান। এই খবর আসার পরই শোকস্তব্ধ পরিবার থেকে গ্রামবাসীরা।

মৃত ওই জওয়ানের নাম গোপীনাথ মাকুড়, বাঁকুড়া ভালুকা গ্রামের বাসিন্দা। চলতি বছরের আগষ্ট মাসে শেষ দুমাসের ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন গোপীনাথ। আগামী বছর মার্চ মাসে এসে নতুন তৈরি হওয়া বাড়ির গৃহপ্রবেশের কথাও জানিয়েছিলেন তিনি। শুক্রবার বিকেলেই সেই সেনা জওয়ানের মৃত্যু সংবাদ এসে পৌঁছয় গ্রামের বাড়িতে। তারপর থেকেই কার্যত শোকস্তব্ধ গোটা পরিবার। শনিবার সন্ধ্যায় বাড়ি ফিরবে কফিনবন্দি সেনা জওয়ানের দেহ। তারই অপেক্ষায় পরিবার। শুক্রবার দুর্ঘটনার খবর দেখার পর থেকেই উৎকন্ঠা বাড়ছিল গোপীনাথের বাড়িতে। বারবার তাঁকে ফোন করেও পাওয়া যায়নি। গতকাল সন্ধ্যায় পরিবারকে ফোনে জানানো হয় ওই ভয়াবহ দুর্ঘটনায় গোপীনাথের মৃত্যু হয়েছে। এরপর থেকেই কার্যত কান্নায় ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী ও ১১ বছরের একমাত্র ছেলে ও বাবা-মা।

আরও পড়ুন:Weather: বড়দিনে কি জাঁকিয়ে শীত রাজ্যে! কী বলছে হাওয়া অফিস দেখে নিন

পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০০১ সালে সেনাবাহিনীতে যোগ দেন গোপীনাথ। গতবছরই তিনি স্বেচ্ছায় অবসর নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু করোনার জন্য তাঁর কিছুটা পিছিয়ে যায়। ইচ্ছে ছিল অবসর নেওয়ার পর বাঁকুড়া শহরে বাড়ি করে বসবাস করবেন। বাঁকুড়া শহরে সেই বাড়ি তৈরির কাজ শেষ পর্যায়ে। মার্চে এসে গৃহপ্রবেশ করার পরিকল্পনায় ছিল তাঁর। গত আগষ্ট মাসে শেষ দুমাসের ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন তিনি। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে সম্ভবত আজই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

RELATED ARTICLES

Most Popular