Placeholder canvas

Placeholder canvas
HomeScrollচোর-ডাকাত-গুন্ডাদের তাড়ানোর দায়িত্ব আমি নিয়েছি, মন্তব্য দিলীপের
Dilip Ghosh

চোর-ডাকাত-গুন্ডাদের তাড়ানোর দায়িত্ব আমি নিয়েছি, মন্তব্য দিলীপের

Follow Us :

বর্ধমান: এত চোর, ডাকাত, গুণ্ডা, বদমাস রয়েছে। তাদের তাড়াবার দ্বায়িত্ব কাউকে নিতে হবে। সেটা আমি নিয়েছি। সোমবার বর্ধমানের কালিবাজার এলাকায় প্রাত:ভ্রমণে বেরিয়ে এমনই মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

এদিন দিলীপ বলেন, চোর, ডাকাত, গুণ্ডা, বদমাসদের তাড়াতে হবে। সেই দায়িত্ব আমি নিয়েছি। তাই লোকে আমাকে ভরসা করে লাঠি দিচ্ছে, গদা দিচ্ছে, ত্রিশুল দিচ্ছে। আসলে ওটা আমার হাতে ভালো শোভা পায়। সেজন্য মাঝে মাঝে কেউ ওটা দেয়। আর বাকিদের হাতে তো বাণ্ডিল দেয় বলেও মন্তব্য করলেন দিলীপ ঘোষ।

মুর্শিদাবাদে বিস্ফোরণ প্রসঙ্গে তিনি বলেন, যেমন ভারত থেকে বাংলাকে আলাদা করার চেষ্টা হচ্ছে. তেমন বাংলা থেকে মুর্শিদাবাদকে আলাদা করার চেষ্টা হচ্ছে। ওখানে তৃণমূল মুক্তাঞ্চল করে রেখেছে গুণ্ডা ও জঙ্গিদের। যত বোমা, বারুদ, বিস্ফোরক মজুদ হচ্ছে তত বিস্ফোরণও হচ্ছে। বাংলার বদনাম হচ্ছে। এর জন্য দায়ী তৃণমূল।

আরও পড়ুন: বড়বাজারের প্লাস্টিকের কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলে ১০টি ইঞ্জিন

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় বর্ধমান শহরের জিটিরোডের ধারে কার্জনগেটের পাশে বর্ধমান দক্ষিণ বিধানসভার অন্তর্গত ৭ নম্বর নগর মণ্ডল কমিটির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানে একজন বিজেপি কর্মী দিলীপের হাতে লাঠি তুলে দেন। সপ্তাহ খানেক আগে দিলীপের জন্মদিনে একজন বিজেপি কর্মী তাঁকে একটি কলম দিলে, তাঁর উদ্দেশে তিনি বলেছিলেন, কলম নয় একটি লাঠি  দিলে ভালো হত। তারই পরিপেক্ষিতে রবিবার সন্ধ্যায় নতুন দলীয় কার্যালয়ে দিলীপ ঘোষের হাতে লাঠি তুলে দেওয়া হয়। তবে লাঠি নিয়ে দিলীপ বলেন, এই লাঠি যেন ব্যবহার না করতে হয়।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular