Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরMamata banerjee: কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর আরও চড়ালেন মমতা

Mamata banerjee: কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর আরও চড়ালেন মমতা

Follow Us :

আলিপুরদুয়ার: বৃহস্পতিবার হাসিমারায় প্রশাসনিক সভায় (Administrative Meeting) কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বঞ্চনার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি বলেন, অনেকে বলেন উত্তরবঙ্গ (North Bengal) কিছু পায় না। সবাই কুৎসা ও অপপ্রচার করে রাজনীতি করেন। একইসঙ্গে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) আক্রমণ করে মমতা বলেন, সবকিছুতে একজনের মুখ। আরে ছবি সব কথা বলে না। ছবি তাদেরই টাঙানো যায়, যে ছবি মানুষের মনের ভাষা বোঝে। মানুষ যাকে শ্রদ্ধা করে। আমরা শুধু ভোটের সময় নয়, সবসময় মানুষের সঙ্গে থাকি। আমরা পালিয়ে যাওয়ার লোক নই। আমরা যা বলব, তা করে দেখাব।

এদিন ফের ১০০ দিনের কাজের রাজ্যের বকেয়া টাকা নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। ভিক্ষা চাই না। কিন্তু রাজ্যের প্রাপ্য টাকা দিতে হবে। নদী ভাঙনের টাকাও কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। ১১ লক্ষ আবাস যোজনার বাড়ি করিয়েছি, সেই টাকাও দেয়নি। বন্যা হলেও কেন্দ্র টাকা দেয় না।

আরও পড়ুন:Kolkata TV Exclusive Bishan Singh Bedi: ‘অবিশ্বাস্য ব্রিসবেন’-এর দু’বছর পূর্তি, আবেগপ্রবণ ক্রিকেট কিংবদন্তি বিষেণ সিং বেদি!

এদিন মমতা বলেন, ভোটের আগে চা বাগানগুলি খোলার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু আজ পর্যন্ত কাজের কাজ কিছু করেনি। ওবিসিদের স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। ভোটের সময় ওবিসিদের থেকে ভোট চাইবেন না। আমরা ভোটের আগে যা বলি, তা করে দেখাই। জব কার্ড হোল্ডারদের টাকা দেয়নি। আমরা ৪০ লক্ষ জব কার্ড হোল্ডারের কাজ দিয়েছি। রাজ্যের ট্যাক্সের ৬০ শতাংশ টাকাও কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। এবার তো নকুলদানা কিনতেও ট্যাক্স লাগবে। 

রাজ্যে কেন্দ্রীয় দলের আসা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখন একটা চকোলেট বোমা ফাটলেও এনআইএ আসে। উইপোকা কামড়ালেও দিল্লি থেকে টিম পাঠিয়ে দিচ্ছে। কোচবিহারে বিএসএফ গুলি করে চারটে লোক মেরে দিল। তখন কটা টিম এসেছিল? একইসঙ্গে দেশ তথা রাজ্যের যুবকযুবতীরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন মমতা। এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বিরোধীদের উদ্দেশে তোপ দেগে বলেন, কথায় কথায় আদালতে মামলা করছে। রাজ্যের ছেলেমেয়েরা চাকরি পেলে আপত্তি কেন? চাকরি দিতে গেলেই মামলা করে আটকে দিচ্ছে।

RELATED ARTICLES

Most Popular