Placeholder canvas

Placeholder canvas
HomeScrollতৃণমূলের পতাকায় আগুন লাগানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Lok Sabha Election 2024

তৃণমূলের পতাকায় আগুন লাগানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Follow Us :

জলপাইগুড়ি: ভোটের দিন যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। এবার মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানে তৃণমূলের পতাকায় আগুন লাগানোর অভিযোগ উঠল। অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপির তরফে এই অভিযোগকে অস্বীকার করা হয়েছে।

জানা গিয়েছে, মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগান এলাকায় তৃণমূলের চা বাগান শ্রমিক ইউনিয়নের পতাকা লাগানো হয়েছিল। পতাকার পাশাপাশি লাগানো হয়েছে পোস্টারও। বৃহস্পতিবার রাতে ওই এলাকায় তৃণমূলের পতাকায় আগুন লাগানো সহ পোস্টারও ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, বিজেপির কর্মীরাই এই কাজ করেছেন।

আরও পড়ুন: ২-৩ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস, বইবে ঝোড়ো হাওয়া

নাগেশ্বরী চা বাগানের তৃণমূলের শ্রমিক নেতা সাধনা ওরাওঁ বলেন, রাতের অন্ধকারে আমাদের সংগঠনের পতাকায় আগুন লাগানো হয়েছে। ছিঁড়ে ফেলা হয়েছে পোস্টারও। বিরোধী রাজনৈতিক দলের তরফেই এই কাজ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। বিষয়টি মেটেলি থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। হাড়ের ভয়েই বিজেপি এ কাজ করছে বলে কটাক্ষ করেন সাধনা। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব। তবে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular