skip to content
Sunday, July 7, 2024

skip to content
HomeCurrent NewsJagdeep Dhankhar: সৌগত রায় অবসর নিলেই ধনখড়ের অপসারণ, হেসে তৃণমূল সাংসদকে জবাব...

Jagdeep Dhankhar: সৌগত রায় অবসর নিলেই ধনখড়ের অপসারণ, হেসে তৃণমূল সাংসদকে জবাব মোদির

Follow Us :

নয়াদিল্লি: তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy) অবসর নিলেই রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) অপসারণ করবেন মোদি (Narendra Modi)৷ শুনতে অবাক লাগতেও এমনটাই বলেন তৃণমূল সৌগত রায় নিজেই৷ তাঁর দাবি, মঙ্গলবার বাজেট অধিবেশন শেষে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর কথা হয়৷ সেই আলোচনাতেই প্রধানমন্ত্রী মোদি সৌগতর অবসর ও ধনখড়ের অপসারণের কথা বলেন৷ সৌগত রায়ের বক্তব্যের কথাও প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই৷

ওই সংবাদ সংস্থার দাবি, ‘‘ মঙ্গলবার বাজেট অধিবেশন শেষে প্রধানমন্ত্রী বিরোধী দলনেতাদের সঙ্গে দেখা করতে যান৷ কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, ন্যাশনাল কন্ফারেন্সের নেতা ফারুক আব্দুল্লা, তৃণমূল নেতা সৌগত রায়দের সঙ্গে কথা বলেন৷ তখন সৌগত রায় দ্রুত ধনখড়ের অপসারণ চান৷ কিন্তু, প্রধানমন্ত্রী সৌগত রায়ের আবেদনের জবাবে বন্ধুত্ব সুলভ আচারণের মাধ্যমে বলেন, ‘‘আপনি অবসর নিলেই অপসরণ হবে৷’’ যদিও তখন সংসদের ক্যামেরা বন্ধ ছিল বলে এএনআই দাবি করেছে৷

অন্যদিকে, সৌগত রায় বলেন, “বাজেট অধিবেশনের পর আমরা সাক্ষাৎ করেছিলাম। প্রধানমন্ত্রী তখন সকলের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলছিলেন। সেইসময়ে আমি দেখা করে বলি, আমরা এই রাজ্যপালকে চাই না। তাঁকে  অপসারণ করা হোক। তাতে প্রধানমন্ত্রী অল্প হাসেন, বলেন, ‘আপনি অবসর নিলেই রাজ্যপালকে অপসারণ করতে পারব। তার আগে নয়।’ অর্থাৎ, কথাটা হালকা চালে ঘুরিয়ে দিলেন। বলা যায় হেসে উড়িয়ে দিলেন।”

আরও পড়ুন- Webb Space Telescope: মহাবিশ্বের প্রথম ভোরের ঝলক দেখাবে ওয়েব টেলিস্কোপ

RELATED ARTICLES

Most Popular