Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsNarendra Modi: কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে, বিজেপির হাত ধরে দেশ এগিয়ে চলেছে,...

Narendra Modi: কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে, বিজেপির হাত ধরে দেশ এগিয়ে চলেছে, সংসদে মোদি

Follow Us :

নয়াদিল্লি: ফের একবার লোকসভায় (Lok Sabha) কংগ্রেস-সহ (Congress) বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)৷ কংগ্রেস আমলে গরিব মানুষের কোনও উন্নতি হয়নি বলে দাবি করলেন তিনি৷ তাঁর দাবি, কংগ্রেস আমলে গরিবরা যে দুর্দশার মধ্যে দিন কাটিয়ে সেখান থেকে আজ তাঁরা মুক্ত৷ গোয়া-পশ্চিমবঙ্গ-ত্রিপুরার মতো রাজ্যগুলিকে মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে৷ কংগ্রেসকে মানুষ চিনে ফেলেছে৷’’

সোমবার প্রধানমন্ত্রী বাজেটের জবাবি ভাষণে বলেন, ‘‘করোনা পরবর্তী সময়ে দেশ এগিয়ে চলেছে৷ ভারত আজ বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করেছে৷’’ পাশাপাশি করোনার সময় কংগ্রেস ঘৃণ্য রাজনীতি করেছে বলে দাবি করে মোদির প্রশ্ন, ‘‘কংগ্রেস বারবার মহাত্মা গান্ধীর কথা বলেন৷ তাহলে কেন করোনার সময় কংগ্রেস মানুষের পাশে দাঁড়াল না? আজ কংগ্রেসের এই অবস্থার কারণ, তাদের অহঙ্কার৷ কংগ্রেসের আচরণ খুব লজ্জাজনক৷ করোনাকালে কংগ্রেস বলেছিল, মোদির ভাবমূর্তি কলঙ্কিত করবে৷’’

এদিন আগাগোড়া কংগ্রেসকে আক্রমণ করে লোকসভায় বক্তব্য পেশ করেন মোদি৷ দাবি করেন, আগামী একশো বছরে দেশে কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না৷ এত হারের পরেও কংগ্রেসের অহঙ্কার কমছে না৷ করোনার কারণে মানবজাতি সংকটের সামনে দাঁড়িয়েছিল৷ সে সময়েও ঘৃণ্য রাজনীতি করেছে তারা৷ এরপরেই প্রধানমন্ত্রীর দাবি, আজ করোনা সংকট থেকে দেশ বেরিয়ে এসেছে৷ গরিব মানুষকে আনন্দ দিয়েছে৷ মোদির দাবি, ‘‘গরিবের আনন্দ আজ দেশকে শক্তি যোগাচ্ছে৷ স্বাস্থ্য ব্যবস্থায় দেশ আত্মনির্ভর হয়েছে৷ আত্মনির্ভর ভারত ক্রমেই বিশ্বের অন্যতম শক্তি হয়ে উঠছে৷’’ স্বাধীনতার শতবর্ষ পালনের সময় ভারত শীর্ষ পৌঁছবে বলেও দাবি মোদির৷

আরও পড়ুন-বিজেপিকে হারাতে যোগীরাজ্যে অখিলেশের হয়ে প্রচারে গেলেন মমতা

মোদির দাবি, ‘করোনাকালে বিশ্বের বহু দেশে বহু মানুষ অন্ন সংকটে প্রাণ হারিয়েছে৷ কিন্ত ভারতের একটি মানুষও অনাহারে প্রাণ হারাননি৷ এই সরকার কৃষক বন্ধু বলে দাবি করে মোদির মন্তব্য, ‘‘কৃষকদের মজবুত করা না হলে দেশের ভীত মজবুত হবে না৷ ক্ষুদ্র-প্রান্তিক থেকে শুরু করে সবাইকে আত্মনির্ভর করে বিশ্বের আর্থিক মানচিত্রে আজ ভারত জায়গা করে নিয়েছে৷’’

RELATED ARTICLES

Most Popular