Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকBurkina Faso: বুরকিনা ফাসোতে আইইডি বিস্ফোরণে হত ৩৫

Burkina Faso: বুরকিনা ফাসোতে আইইডি বিস্ফোরণে হত ৩৫

Follow Us :

বুরকিনা: ভয়াবহ বিস্ফোরণ পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসোতে। আইইডি বিস্ফোরণে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন প্রায় ৩৭ জন। জানা গিয়েছে, একটি যাত্রীবাহী গাড়ির আইইডি বিস্ফোরক গাড়িতে ধাক্কা মারতেই এই বিস্ফোরণ ঘটে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বুরকিনা ফাসোর জিবো ও বোরজাঙ্গার মাঝে।

গভর্নর রডল্ফ সোর্ঘো এক বিবৃতিতে জানিয়েছেন, এদিন সেনাবাহনী একটি কনভয়ে তাঁদের সামগ্রী নিয়ে যাচ্ছিল। কিন্তু জিবো ও বোরজাঙ্গার মাঝে কনভয়ে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী একটি গাড়ি কনভয়ের একটি গাড়ি আইইডিতে ধাক্কা মারে। আর তাতেই বিস্ফোরণ ঘটে। তড়িঘড়ি নিরাপত্তারক্ষীরা আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন: Sheikh Hasina India Visit: ভারতের প্রতি বন্ধুত্বের হাত বাড়ালেন হাসিনা

উল্লেখ্য, চলতি মাসের প্রথমেই একই জায়গায় জোড়া আইইডি বিস্ফোরণে শহিদ হন ১৫ জন সেনা জওয়ান। উত্তরের মূল শহর দোরি ও দিজবোতে জিহাদি গোষ্ঠী এই হামলা চালিয়েছিল বলে জানা যায়। এই সাহেল রাজ্য সাত বছরের একটি পুরনো বিদ্রোহের মুখে পড়েছে। আর এই হিংসায় ২ হাজারেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে। প্রায় ১৯ লক্ষ মানুষ ঘর ছাড়া হয়েছেন। বিশেষ করে উত্তর ও পূর্বে লাগাতার এই হামলা ঘটে চলেছে। সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে দেশের প্রায় ৪০ শতাংশ। 

RELATED ARTICLES

Most Popular