Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যMamata on Modi: মোদী প্রসঙ্গে মমতার মন্তব্যে পাল্টা আক্রমণ বিরোধীদের

Mamata on Modi: মোদী প্রসঙ্গে মমতার মন্তব্যে পাল্টা আক্রমণ বিরোধীদের

Follow Us :

বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে ইডি-সিবিআইয়ের অতি সক্রিয়তায়  প্রধানমন্ত্রীর (Prime Minister) কোনও ভূমিকা নেই, রাজ্য বিধানসভায় আনা প্রস্তাবের উপর আলোচনায় দাবি মুখ্যমন্ত্রীর। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamamta Banerjee) সে বক্তব্যকে হাতিয়ার করে পাল্টা আক্রমণ শানালেন রাজ্যের তিন বিরোধী দলের নেতারা। তাঁদের পাল্টা কটাক্ষের মূল নির্যাস ওই সব চেষ্টাতেও কোনও সুবিধা হবে না। 

মুখ্যমন্ত্রী সোমবার বিধানসভায় তাঁর বক্তব্যে জানিয়ে দেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার পিছনে বিজেপির একদল নেতা জড়িত। আর সে বক্তব্যের আগে, অধিবেশনে তাঁর ভাষণে বিরোধী দল নেতা জানিয়ে দেন, এসব করে বিশেষ সুবিধা হবে না। পরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, আমাদের প্রধানমন্ত্রী কোনওভাবেই দুর্নীতি বরদাস্ত করতে রাজি নন। এখন পিসি আর ভাইপোকে বাঁচানোর জন্য এই সব চেষ্টা চলছে। কিন্তু কিছুই হবে না। 

বিধানসভায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তার বিরুদ্ধে আনা প্রস্তাবকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন সিবিআই ও ইডি তদন্ত করছে কোর্টের নির্দেশে। তাই বিধানসভায় প্রস্তাব পাস করিয়ে বিশেষ কিছু লাভ হবে না। একথা মুখ্যমন্ত্রী ও মোদি দুজনেই জানেন। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে নিয়োগ সহ বিভিন্ন দুর্নীতির ব্যাপারে যারা জড়িত তাঁদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। দাবি অধীর রঞ্জন চৌধুরীর। 

সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও সোমবার জানিয়েছেন, বিজেপি আর তৃণমূল-এর মধ্যে যে সমঝোতা চলছে তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। কিন্তু এসব চেষ্টা করে কোনওরকম সুবিধা হবে না তার কারণ ওই সমস্ত দুর্নীতির তদন্ত চলছে আদালতের তত্ত্বাবধানে।           

RELATED ARTICLES

Most Popular