Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকTerrorist Attack: নাইজেরিয়ায় হতে পারে জঙ্গি হামলা, সতর্ক করল আমেরিকা ও ব্রিটেন...

Terrorist Attack: নাইজেরিয়ায় হতে পারে জঙ্গি হামলা, সতর্ক করল আমেরিকা ও ব্রিটেন  

Follow Us :

নাইজেরিয়ার ফেডেরাল রাজধানী আবুজায় হতে পারে বড়সড় জঙ্গি হামলা, এ নিয়ে সতর্ক করল আমেরিকা এবং ব্রিটেন। দুই দেশ জানিয়েছে, বিশেষভাবে নিশানা করা হবে সরকারি ভবন, প্রার্থনা গৃহ, স্কুলগুলিকে। তবে ঠিক কবে হতে পারে এই হামলা তা পরিষ্কার করে জানায়নি দুই দেশ। মূলত দেশের উত্তম-পশ্চিম অংশে ইসলামিক বিদ্রোহ নিয়ে সমস্যায় নাইজেরিয়া। কিন্তু তা আর এক প্রান্তে পড়ে নেই। গত জুলাই মাসে আবুজার এক কারগারে হানা দেয় জঙ্গিরা, জেলের ৪৪০ বন্দিকে মুক্ত করে দেয়। এই ঘটনার দায় স্বীকার করে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন। 
নাইজেরিয়ায় অবস্থিত আমেরিকান দূতাবাস জানিয়েছে, দেশে, বিশেষ করে আবুজায় একাধিক জঙ্গি হানার ঝুঁকি বেড়ে গিয়েছে। শপিং মল, সরকারি অফিস, আন্তর্জাতিক সংগঠনের ভবনগুলো সবথেকে বেশি ঝুঁকির মুখে। মার্কিন দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, পরবর্তী বিজ্ঞপ্তি দেওয়ার আগে পর্যন্ত তাদের পরিষেবা কিছুটা কম থাকবে।

আরও পড়ুন: Midday Meal: মিড ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত ফুড সেফটি কমিশনের, জেনে রাখুন আপনিও 

ব্রিটেনের তরফেও জঙ্গি কার্যকলাপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সম্ভাব্য জঙ্গি হানার সতর্কতা দিয়ে আবুজার মানুষকে সতর্ক থাকতে বলেছে ব্রিটেন সরকার। এও বলা হয়েছে, হামলার ক্ষেত্রে কোনও বাছবিছার হবে না এবং তা পশ্চিমি স্বার্থে আঘাত করতে পারে। আক্রান্ত হতে পারে পর্যটকরাও। 
প্রসঙ্গত, প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির উত্তরসূরি বেছে নিতে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনে অংশ নেবে নাইজেরিয়ার মানুষ। কিন্তু তাদের নিজেদের নিরাপত্তাই এখন সবথেকে বড় ইস্যু। দেশজুড়ে আতঙ্কের পরিবেশ ছেয়ে রয়েছে। এর মধ্যেই প্রথম বিশ্বের দুই দেশ আশঙ্কার কথা শোনাল। যদিও এ ব্যাপারে নাইজেরিয়ার বিদেশ মন্ত্রকের কোনও বিবৃতি পাওয়া যায়নি।       

RELATED ARTICLES

Most Popular