Placeholder canvas

Placeholder canvas
HomeদেশFalse Charge of Illicit Affair: স্বামীর অবৈধ প্রেম রয়েছে বলে মিথ্যা অভিযোগ...

False Charge of Illicit Affair: স্বামীর অবৈধ প্রেম রয়েছে বলে মিথ্যা অভিযোগ নিষ্ঠুরতা: গুজরাত হাইকোর্ট

Follow Us :

আমেদাবাদ:  একটি সুন্দর দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি হল বিশ্বাস। পারস্পরিক শ্রদ্ধা বোধ। সেখানে অহেতুক সন্দেহ করা কিংবা অবৈধ সম্পর্কের মিথ্যা অভিযোগ করা আসলে নিষ্ঠুরতার শামিল। যা ভেঙে দিতে পারে দাম্পত্য জীবন। গুজরাতে সেরকমই একটি ঘটনা সামনে এল। স্বামীর বিরুদ্ধে অবৈধ সম্পর্ক রয়েছে বলে মিথ্যা অভিযোগ করেন স্ত্রী। যাকে নিষ্ঠুরতা বলে মন্তব্য গুজরাত হাইকোর্টের। ঘটনায় স্বামী ডিভোর্সের মামলা করেছিলেন। তাঁর ডিভোর্সে সম্মতি দিয়েছে গুজরাত হাইকোর্ট। 
জানা গিয়েছে, গুজরাতের  (Gujarat) সবরকান্ত জেলার প্রান্তিজ তালুকার (Prantij taluka) শিক্ষক দম্পতি ১৯৯৩ সালে বিয়ে করেছিলেন। ২০০৯ সালে স্ত্রীর নিষ্ঠুরতার অভিযোগ তুলে  ডিভোর্সের (Divorce) মামলা করেন তিনি। তিনি আদালতে জানিয়েছিলেন, স্ত্রী তাঁর সন্তানকে নিয়ে ২০০৬ সালে ঘর ছেড়ে চলে যান। তারপর শিশু জন্মের পর থেকে আর বাড়িতে আসেননি। তাঁর স্ত্রী অভিযোগ করেছিলেন যে, তাঁর স্বামীর সহকর্মীর সঙ্গে অবৈধ সম্পর্ক (Illicit Relationship) রয়েছে। কিন্তু, সেই অভিযোগ থেকে তিনি মুক্ত হন। তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলাও ধোপে টেকেনি।

আরও পড়ুন: Border Dispute: কর্নাটকের সঙ্গে সীমানা বিরোধে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার প্রস্তাব উদ্ধবের

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালে পরিবার আদালত (Family Court) স্বামীকে ডিভোর্স দেয়। কিন্তু, তাঁর স্ত্রী ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন। ডিভোর্সের মামলা করার পর স্ত্রী শ্বশুর বাড়িতে ফেরেন। সেখানে বৃদ্ধা শাশুড়ির সঙ্গে  তিনি খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। যে ঘটনায় তাঁর শ্বশুর বাড়ির লোকেদের পৈতৃক বাড়ি (Ancestral House) ছেড়ে চলে যেতে হয় বলে অভিযোগ। সেখানেই আদালত মন্তব্য করেছে, সম্পর্কের মিথ্যা অভিযোগে স্বামীর হতাশা হওয়া স্বাভাবিক। 

RELATED ARTICLES

Most Popular