Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাSSC Group C Recruitment | এসএসসি গ্রুপ সির কাউন্সেলিংয়ের তারিখ প্রকাশ্যে

SSC Group C Recruitment | এসএসসি গ্রুপ সির কাউন্সেলিংয়ের তারিখ প্রকাশ্যে

Follow Us :

কলকাতা: এসএসসি (SSC) গ্রুপ সি (Group C ) মামলায় ইতিমধ্যেই হাইকোর্ট(High Court) বাতিল করেছে ৭৮৫ জনের চাকরি। এবার বাতিল হওয়া চাকরির শূন্যপদে নতুন নিয়োগের সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন। এই বিষয়ে ইতিমধ্যেই জারি হয়েছে বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাকরি বাতিল হওয়া শূন্যপদে নতুন করে নিয়োগের জন্য কাউন্সেলিং (counseling)শুরু হবে। আগামী ২৩ মার্চ হবে এই কাউন্সেলিং।

হাইকোর্টের নির্দেশ মেনেই গ্রুপ সি পদে নতুন করে নিয়োগ করা হবে। যাদের নাম ওয়েটিং লিস্টে রয়েছে তাদের কাউন্সেলিং শুরু হবে প্রথম পর্যায়ে। প্রথম দফায় ১০০ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে। সূত্রের খবর, ইস্টার্ন রিজিয়ন থেকে প্রথম দফার কাউন্সেলিং শুরু হবে।

গত ১০ মার্চ গ্রুপ সি-তে ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ৭৮৫ জনের চাকরির সুপারিশ পত্র বাতিল করার নির্দেশ দেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। তাঁর নির্দেশ ছিল,  বাতিল হওয়া শূন্য পদগুলি ওয়েটিং লিস্ট থেকে পূরণ করতে হবে। ২৫ মার্চের মধ্যে সেই প্রক্রিয়া শেষ করতে হবে। ওই ৭৮৫ জনের মধ্যে ৫৭ জনের ওএমআর শিটে কারচুপির কারণে আদালত তাদের চাকরি আগেই বাতিল করে দেয়। আদালত আরও নির্দেশ দেয় ২৪ ঘণ্টার মধ্যে ৭৮৫ জনের সুপারিশপত্র প্রত্যাহার করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। সেদিনই বেলা তিনটের মধ্যে ওই চাকরি প্রার্থীদের নিয়োগপত্র বাতিল করতে হবে মধ্যশিক্ষা পর্যদকে। আদালতের নির্দেশ মেনে দুই সংস্থা সুপারিশপত্র ও নিয়োগপত্র প্রত্যাহার করে সংশ্লিষ্ট প্রার্থীদের নাম নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে। এরপরে পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ওই শূন্য পদগুলিতে নিয়োগ দ্রুত শুরু হবে। ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন।

আরও পড়ুন :Central Team Murshidabad | বেলডাঙায় কেন্দ্রীয় প্রতিনিধি দল, খতিয়ে দেখবেন ১০০ দিনের প্রকল্পের কাজ

এসএসসি-র গ্রুপ সি নিয়োগে ( recruitment) দুর্নীতি হয়েছে তা স্বীকার করে নিয়েছে কমিশন।প্রাপ্ত নম্বর ১, বাড়িয়ে করা হয়েছে ৫৪! প্রাপ্ত নম্বর শূন্য,  বাড়িয়ে করা হয়েছে ৫৭! ৩৪৭৮ জনের মধ্যে ৩০৩০ জনেরই নম্বর বাড়ানো হয়েছে। এসএসসি-র প্রকাশিত তালিকায় নম্বরে কারচুপি করে নিয়োগ-দুর্নীতির ছবি স্পষ্ট। যে যে পরীক্ষার্থীর নম্বর বাড়ানো হয়েছে, কমিশনকে তাদের তালিকা প্রকাশ্যের নির্দেশ দিয়েছে হাইকোর্টের।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এমনকি, তদন্তের গতি নিয়ে আদালতে(Court) ভর্ৎসনার মুখেও পরতে হয়েছিল তদন্তককারি সংস্থাকে। বেশ কিছুদিন আগে ১৯১১ জন গ্রুপ ডির চাকরিপ্রার্থীর চাকরি থেকে বরখাস্ত করার জন্য নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

 

RELATED ARTICLES

Most Popular