Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরMamata Banerjee | তৃণমূল ভাঙার চক্রান্ত করছে বিজেপি, কংগ্রেস ও সিপিএম: মমতা

Mamata Banerjee | তৃণমূল ভাঙার চক্রান্ত করছে বিজেপি, কংগ্রেস ও সিপিএম: মমতা

Follow Us :

কলকাতা: মুর্শিদাবাদে যেখানে কংগ্রেস মিটিং করবে সেখানে তৃণমূলকে পাল্টা মিটিং করার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের দুই সাংসদ, বিধায়ক ও দলের নেতাদের সঙ্গে ফোনে কথা বললেন তৃণমূল নেত্রী। সর্বধর্মের সমন্বয়ের পক্ষে তৃণমূল। আর সেই তৃণমূলকে ভাঙার চক্রান্ত করছে বিজেপি, কংগ্রেস ও সিপিএম।বিরোধীদের ওই চক্রান্ত ভাঙতেই হবে  বলে মুর্শিদাবাদ জেলা তৃণমূলকে নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো। রবিবার তৃণমুলের ১৯ বিধায়ক, দুই সাংসদ এবং বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায় উপস্থিত হন বহরমপুরের তৃণমূল কার্যালয়ে।  জেলার ওই সাংসদ- বিধায়কদের সঙ্গে ফোনের মাধ্যমে কথা বললেন মুখ্যমন্ত্রী। গত ১৭ তারিখ বৈঠকে মুর্শিদাবাদের দুই সাংসদকে অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ রেখে চলার জন্য ভর্তসনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরকমই রটনা ছড়ায়। এদিন তিনি জানান, সবটাই রটনা। ওরকম কোনও কথা সেখানে বলেননি। তিনি ফোনে সাফ জানান, আবু তাহের, খলিলুর রহমান নিয়ে ওই বৈঠকে কোনও আলোচনা হয়নি। 

এদিনের বৈঠকে সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেসের জয়ের কথা উঠে আসে। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওটা অনৈতিক জোট হয়েছিল। টাকার খেলা হয়েছিল সাগরদিঘিতে। এদিন অধীর চৌধুরীর সঙ্গে আরএসএসের যোগ রয়েছে বলেও অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী। বৈঠকে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান, অধীর চৌধুরী অপপ্রচার চালাচ্ছে। এদিন মমতা ব্যাখ্যা করে জানান, প্রণব মুখার্জি কংগ্রেসে ছিল। আমরা তৃণমূলে ছিলাম। তবু সাপোর্ট দিয়েছিলাম। কারণ তিনি বাংলার লোক ছিলেন। তিনি বলেন সংখ্যালঘুদের জন্য অনেক করেছেন। সংখ্যালঘুদের জন্য ১৭ শতাংশ ওবিসি করে দিয়েছেন। ইমাম ভাতা, মোয়াজ্জেম ভাতা দেওয়া হয়েছে। ঐক্যশ্রী দেওয়া হয়েছে। মমতা বলেন, সিএএ নিয়ে লড়াই করেছি। আমরা লড়াই করেছি বাংলায় অসম সরকার আমার বিরুদ্ধে এফআইআর করেছে। ওই বৈঠকে কংগ্রেসকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাহুল গান্ধি মোদির সবচেয়ে বড় টিআরপি। আমরা ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। এনআরসি করতে দেব না। এটা রাজ্যের হাতে রয়েছে। আমরা সর্ব ধর্ম সমন্বয়ের পক্ষে। 

আরও পড়ুন: Akhilesh Yadav | দিল্লির মসনদ থেকে বিজেপিকে হারানোর ‘খোয়াব’ দেখালেন অখিলেশ

পাশাপাশি মুখ্যমন্ত্রীর কথায় সিপিএমের কথা উঠে এসেছে। তিনি বলেন, সবাই যেন ভুলে না যান সিপিএমের অত্যাচারের কাহিনী। ভুল বোঝাবুঝি যেন না থাকে, সবাই মিলে একসঙ্গে বসে কাজ করুন। তৃণমূল নেত্রী নির্দেশ দিলেন যেখানে যেখানে কংগ্রেসের মিটিং হবে, পাল্টা মিটিং করুন। মুখোশ খুলে দিন। অধীর চৌধুরী আরএসএস, সিপিএমের সঙ্গে মিশে অপপ্রচার করছেন। পঞ্চায়েত ভোটের আগে জেলায় দলনেত্রী যাতে সভা করেন সে বিষয়ে সবাই অনুরোধ করেন। তাতে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন জেলায় যাবেন। তিনি বলেন, সংখ্যালঘু ভাই বোনেদের বোঝান। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
SSC Scam | চাকরি বাতিল মামলায় আজ ১০টি মামলা একত্র করে ফের সুপ্রিম শুনানি
01:09
Video thumbnail
Pandua | ভোট আবহের মধ্য়েই পাণ্ডুয়ায় বোমা ফেটে ১ কিশোরের মৃত্যু
12:41
Video thumbnail
Sandeshkhali | 'গঙ্গাধর ও জবা রানির কণ্ঠস্বর সত্য', কলকাতা টিভিতে বিস্ফোরক দাবি শান্তি দলুইয়ের
04:49
Video thumbnail
Pandua | অভিষেকের সভার আগেই হুগলির পান্ডুয়ায় বোমা ফেটে মৃত ১ কিশোর, জখম ২
02:27
Video thumbnail
Weather | আজ থেকে মেঘলা আকাশ রাজ্যে, সোমবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি
08:18
Video thumbnail
Ranaghat | মহিলাকে শারীরিক নির্যাতনের অভিযোগ জিমের প্রশিক্ষকের বিরুদ্ধে
02:02
Video thumbnail
Mamata Banerjee | আজ ফের কেষ্টহীন-বীরভূমে মমতা, শতাব্দী রায়ের সমর্থনে সাঁইথিয়ায় সভা
03:15
Video thumbnail
Sagor Dutta Hospital | ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ, রোগীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র সাগরদত্ত হাসপাতাল
02:14
Video thumbnail
Shah-Mamata | ভোট আবহে আজ দুর্গাপুরে শাহ বনাম মমতা
05:03
Video thumbnail
Jharkhand | ভোট আবহে রাঁচিতে টাকার পাহাড়! ঝাড়খণ্ডের মন্ত্রীর আপ্ত সহায়কের পরিচারকের বাড়িতে হানা
03:35