Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাArup Biswas | শিল্পের জন্য রাজ্যে বিদ্যুতের সমস্যা হবে না বললেন বিদ্যুৎ...

Arup Biswas | শিল্পের জন্য রাজ্যে বিদ্যুতের সমস্যা হবে না বললেন বিদ্যুৎ মন্ত্রী

Follow Us :

কলকাতা: একটা সময় ছিল যখন রাজ্যে ঘন ঘন লোডিশেডিং হত। সে যুগ এখন অতীত। এখন বিদ্যুৎ (Electricity) নিয়ে সেই সমস্যা উবে গিয়েছে। পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। শিল্পের জন্য বিদ্যুতের সমস্যা হবে না। স্পষ্টতই জানাচ্ছে রাজ্য সরকার (State Government)। তাই রাজ্যে শিল্প স্থাপনে বিদ্যুৎ কোনও সমস্যা হবে না বলে উদ্যোগপতিদের এমনই বার্তা দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শহরে বণিক সভার এক অনুষ্ঠানে শুক্রবার এভাবেই রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রে সম্ভাবনার বিষয়গুলি তুলে ধরেন তিনি। তিনি জানান, রাজ্যে অচিরাচরিত শক্তি ক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে। পুরুলিয়াতে (Purulia) পাম্প স্টোরেজের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনকে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। গোটা দেশের নিরিখে বিদ্যুৎ উৎপাদনে রাজ্য এক নম্বরে। পরিকাঠামো, জমি এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের সরবরাহ শিল্পের উপযোগী পরিবেশ তৈরি করেছে। লোডশেডিংকে গুডবাই জানিয়েছে রাজ্য সরকার।

তিনি জানিয়েছেন, গত অর্থবর্ষে রাজ্যে বিদ্যুৎ উৎপাদনে প্ল্যান লোড ফ্যাক্টর ৮৫ শতাংশ। যেখানে জাতীয় ক্ষেত্রের উৎপাদন ৬৪ শতাংশের তুলনায় অনেকটাই বেশি। এই অর্থ বর্ষে গোটা দেশের ২০৫ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নিরিখে এ রাজ্যে বিদ্যুৎ উৎপাদনে বক্রেশ্বর ১, সাঁওতালডিহি ২ এবং সাগরদিঘি ৫ নম্বর স্থানে। ৬৬০ মেগা ওয়াটের সুপার ক্রিটিকাল থার্মাল পাওয়ার স্টেশন সাগরদিঘিতে তৈরি শুরু করা হয়েছে। রাজ্যে বর্তমানে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। সেইসঙ্গে কোলাঘাট এবং ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির আধুনিকীকরণ করার পরিকল্পনা।

আরও পড়ুন: Arup Biswas | শিল্পের জন্য রাজ্যে বিদ্যুতের সমস্যা হবে না বললেন বিদ্যুৎ মন্ত্রী  

নতুন করে ১০০০ মেগাওয়াটের পাম্প স্টোরেজ প্রজেক্ট তুরগাতে চালু করা হবে। ইতিমধ্যেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ৯০০ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। বিকল্প শক্তি হিসেবে দুর্গাপুরে গ্রিন হাইড্রোজেন প্লান্ট তৈরিতেও জোর দেওয়া হয়েছে।রাজ্যে শিল্প ক্ষেত্রে এবং অন্যান্য উৎপাদন ক্ষেত্রগুলিতে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে প্রচলিত শক্তির পাশাপাশি সৌর বিদ্যুৎতেও বাড়তি উৎসাহ দেওয়া হয়েছে। 

RELATED ARTICLES

Most Popular