Placeholder canvas

Placeholder canvas
HomeWI vs IND | ক্যারিবিয়ান সিরিজে সুযোগ পেয়েও নষ্ট করলেন ভারতের যে...
Array

WI vs IND | ক্যারিবিয়ান সিরিজে সুযোগ পেয়েও নষ্ট করলেন ভারতের যে তিনজন 

Follow Us :

পোর্ট অফ স্পেন: পঞ্চম দিন বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ (West Indies) বনাম ভারতের (India) দ্বিতীয় টেস্ট ড্র হয়ে গিয়েছে। দুই টেস্টের সিরিজ ভারত জিতল ১-০ ফলে। ভারতের পক্ষে ইতিবাচক অনেক কিছু রয়েছে, রোহিত শর্মার (Rohit Sharma) ফর্মে ফেরা, বিরাট কোহলির (Virat Kohli) সেঞ্চুরি এবং ঈশান কিষাণের (Ishan Kishan) ব্যাট হাতে ভালো পারফর্ম্যান্স। তবে ইতিবাচক দিক যেমন রয়েছে, নেতিবাচক দিকও একাধিক। অপেক্ষাকৃত দুর্বল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভালো পারফর্ম করে নির্বাচকদের গুডবুকে থাকার কাজে ব্যর্থ হলেন তিনজন। আসুন দেখে নিই তাঁরা কারা।

১) অজিঙ্ক্য রাহানে: দেড় বছর ধরে ব্রাত্য রাহানে (Ajinkya Rahane) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) ভালো ব্যাট করে ক্যারিবিয়ান সফরে জায়গা করে নিয়েছিলেন। এমনকী রোহিতের ডেপুটি করে দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু ব্রায়ান লারার (Brian Lara) দেশে একেবারেই ব্যর্থ রাহানে। দুই টেস্টেই একটি করে ইনিংস খেলার সুযোগ পেয়েছেন। ডোমিনিকায় করেছিলেন ১১ এবং পোর্ট অফ স্পেনে করলেন ৮। এরকম ব্যাটিং করলে আবারও জাতীয় দলের দরজা তাঁর জন্য বন্ধ হয়ে যাবে। শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) চোটের জন্য কপাল খুলে গিয়েছিল তাঁর, কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না। 

আরও পড়ুন: Mohun Bagan Super Giants | জার্সি উন্মোচনের দিন মাস্টারস্ট্রোক সঞ্জীব গোয়েঙ্কার! 

২) জয়দেব উনাদকাট: প্রথম শ্রেণির ক্রিকেটে দুরন্ত পারফর্ম করেন, এবারও বাংলাকে হারিয়ে রঞ্জি জিতেছে তাঁর দল সৌরাষ্ট্র। ফাইনালে তিনি নিজে বিধ্বংসী বোলিং করেছিলেন। কিন্তু জাতীয় দলের জার্সি পরলেই কেমন যেন হয়ে যায় উনাদকাটের (Jaydev Unadkat)। এই সিরিজে দুই টেস্টই খেলেছিলেন তিনি কিন্তু একটিও উইকেট পাননি, একটিও না। লাইন-লেন্থেই বল করেছেন উনাদকাট কিন্তু কখনওই তেমন বিপজ্জনক মনে হয়নি। জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, উমেশ যাদবের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছিলেন, কাজে লাগাতে পারলেন না। 

৩) শুভমান গিল: শচীন তেন্ডুলকরের পরবর্তী যুগে সুপারস্টার বিরাট কোহলি, কোহলির ব্যাটন শুভমানের (Shubman Gill) হাতেই উঠবে বলে ধরে নিয়েছেন সমর্থক থেকে বিশেষজ্ঞরা। শুভমানই ভারতীয় ক্রিকেটের পরবর্তী সুপারস্টার, পরবর্তী পোস্টার বয়। ইতিমধ্যেই নিজের প্রতিভা দেখিয়েছেন, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অন্তত একটা বড় ইনিংস তাঁর থেকে প্রাপ্য ছিল। কিন্তু হতাশ করেছেন তিনি। প্রথম টেস্টে একটাই ইনিংস খেলার সুযোগ পেয়েছেন, আউট হয়েছেন ৬ রান করে। দ্বিতীয় টেস্টে ১২ বলে ১০ এবং ৩৭ বলে অপরাজিত ২৯। শুভমানের অবশ্য এখনই ভয়ের কিছু নেই।   

RELATED ARTICLES

Most Popular