Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাযাদবপুরের পড়ুয়াকে যৌন হেনস্তা, রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির

যাদবপুরের পড়ুয়াকে যৌন হেনস্তা, রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির

Follow Us :

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (jadavpur university) হস্টেলের প্রথম বর্ষের বাংলা বিভাগের পড়ুয়া মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির চাঞ্চল্যকর তথ্য সামনে এল। ঘটনার রাতে ওই ছাত্রের সঙ্গে শুধু মানসিক ও শারীরিক নির্যাতন নয়, তাকে যৌন হেনস্তাও করা হয়েছিল। এখনও পর্যন্ত যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাতেজানা গিয়েছে সেই রাতে র‍্যাগিং ও যৌন হেনস্তার তথ্য অনেকেই জানিয়েছে। একই সঙ্গে গ্রেফতার হওয়া অভিযুক্ত তিনজনের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশীদারিত্ব ও ইন্ধন ছিল বলে বিশ্ববিদ্যালয় ইনকোয়ারি কমিটির সূত্রের খবর। তবে আর কেউ ওই ঘটনার সঙ্গে যুক্ত সে বিষয়ে ইনকোয়ারি কমিটি তদন্ত চালাচ্ছে।

ঘটনায় ধৃতদের মোবাইল ফোনগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই তিনটি ফোনে কী তথ্য লুকিয়ে আছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সেই সঙ্গে ধৃতদের বয়ানও মিলিয়ে দেখা হচ্ছে। এক ভাইরাল হওয়া চ্যাটের স্ক্রিনশট, যেখানে উল্লেখ করা হয়েছে হস্টেলের দুই পড়ুয়ার নাম৷ সে রাতে নাকি তাঁরাই হস্টেলের গেট বন্ধ করেছিল৷ এই মৃত্যুর ঘটনায় তাঁরা কিছু লুকোতে চেয়েছিলেন। পড়ুয়াদের একাংশের অভিযোগ, স্বপ্নদীপ মাটিতে পড়ে যাওয়ার পরেও বেশ কয়েকজন পড়ুয়া ওই ছাত্রকে হাসপাতালে না নিয়ে গিয়ে জিবি মিটিং করছিলেন। পাশাপাশি জানা গিয়েছে, চ্যাটে উল্লিখিত দুই পড়ুয়া এখনও পর্যন্ত ফেরার৷ চ্যাট ভাইরাল হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সরব হয়েছে কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে৷

আরও পড়ুন: নরেন্দ্রপুরে আবাসনের সামনে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ 

এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র, একজন প্রাক্তনী। দফায় দফায় জেরা করা হচ্ছে ধৃতদের।  বিশ্ববিদ্যালয়ের অন্য ছাত্র এবং হস্টেলের আবাসিকদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এখনও পর্যন্ত সকলের কাছ থেকে যা তথ্য পাওয়া সেগুলিই সেইগুলি ঘটনার সঙ্গে যোগসূত্র রয়েছে কি না তা দেখছে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন উপস্থিত থাকা বেশ কয়েকজন পড়ুয়া ফেরার রয়েছেন। এমনকী হস্টেল, বাড়িতেও তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এদের দ্রুত খুঁজে বের করে তদন্ত আরও গতি আনতে চাইছে পুলিশ। ইতিমধ্যে ওই ফেরার পড়ুয়াদের খোঁজে একাধির জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ। তাদের অনুমান, এই পড়ুয়াদের জেরা করে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে। যা এই ঘটনার তদন্তে সাহায্য করবে। 

RELATED ARTICLES

Most Popular