Placeholder canvas

Placeholder canvas
HomeIPL 2024ইডেনেই দ্বিতীয়বার অবসর নেবেন বেন স্টোকস?   

ইডেনেই দ্বিতীয়বার অবসর নেবেন বেন স্টোকস?   

Follow Us :

কলকাতা: আগামিকাল, শনিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) পাকিস্তানের মুখোমুখি ইংল্যান্ড (ENG vs PAK)। সেমিফাইনালের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। তা সত্ত্বেও জেতার তাগিদ রয়েছে, কারণ বাবর আজমদের (Babar Azam0 হারাতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে উঠবে। নেদারল্যান্ডস ম্যাচে শতরান করে ম্যাচ জিতিয়েছেন বেন স্টোকস (Ben Stokes)। তাঁর উপর বাড়তি নজর থাকবে কাল। কারণ, জল্পনা চলছে, কালকের ম্যাচের পরে ফের অবসর নিতে পারেন স্টোকস।

গত বছর একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার। অনেক অনুরোধ করে বিশ্বকাপের জন্য ফেরানো হয় তাঁকে। শোনা গিয়েছিল, অধিনায়ক জস বাটলারই (Jos Butler)  স্টোকসকে অবসর ভেঙে ফিরে আনতে মুখ্য ভূমিকা নেন। যাই হোক, এই বিশ্বকাপ ইংল্যান্ডের জন্য খুব খারাপ গিয়েছে। স্টোকসের জন্যও খুব খারাপ গিয়েছে। বেশ কিছু ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি। অবশেষে নেদারল্যান্ডস ম্যাচে চেনা ছন্দে পাওয়া গিয়েছে তাঁকে।

আরও পড়ুন: টাইমড আউট বিতর্কে সাকিবের পাশে নেই সৌরভ

অবসর নিয়ে স্টোকস নিজে কী বলছেন?

তিনি বলেন, “আমার কোনও আইডিয়াই নেই। আমি নিশ্চিত এ নিয়ে কথোপকথন হবে তবে সেটা কবে হবে জানি না। অস্ত্রোপচারের পরে সুস্থ হতে ম্যাচের মধ্যে সময়কে ভালো কাজে লাগিয়েছি।” স্টোকস আরও বলেন, মাঠে যা হয় তার সঙ্গে জিমের কসরতরের তুলনাই হয় না। তবে এখানে আসার পর প্রথমে যখন এসেছিলাম তার চেয়ে ভালো আছে আমার শরীর।

প্রসঙ্গত, বৃহস্পতিবার শ্রীলঙ্কা নিউজিল্যান্ডকে হারাতে পারলে পাকিস্তানের (Pakistan) সেমিফাইনাল যাওয়ার বড় সুযোগ তৈরি হত। কিন্তু জিতেছে নিউজিল্যান্ডই এবং তারাই সম্ভবত সেমিতে ভারতের মুখোমুখি। ‘সম্ভবত’ শব্দের ব্যবহার একটা প্রায় অসম্ভব সমীকরণে। পাকিস্তান যদি পরে ব্যাট করে তাহলে ইংল্যান্ডের দেওয়া রান তাদের ২.৩ ওভারে তুলতে হবে যা অসম্ভব। কিন্তু প্রথমে ব্যাট করলে জিততে হবে ২৭৩ রানের ব্যবধানে। এই হিসেবে কিন্তু পুরোপুরি অসম্ভব নয় কারণ এই বিশ্বকাপেই ৩০০ রানের ব্যবধানে জয় দেখা গিয়েছে।

RELATED ARTICLES

Most Popular