skip to content
Sunday, July 7, 2024

skip to content
Homeরাজ্যশুটআউটের ঘটনায় নয়া মোড়, চাঞ্চল্য মগরাহাটে
Magrahat Shootout

শুটআউটের ঘটনায় নয়া মোড়, চাঞ্চল্য মগরাহাটে

গুলিবিদ্ধ ব্যবসায়ী ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

Follow Us :

মগরাহাট: ব্যবসায়ীকে গুলি করে ৭ লক্ষ টাকা ছিনতাই (Magrahat Shoot Out)। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মগরাহাট থানার (Magrahat PS) দিঘিরপাড় এলাকায়। টাকা ছিনতাইয়ের জন্য শুটআউটের ঘটনায় এবার নয়া মোড়। গুলিবিদ্ধ ব্যবসায়ী অশোক ছাঁটুই চাকরি দেওয়ার নাম করে দক্ষিণ বারাসাতের বাসিন্দা গোবিন্দ নস্করের কাছ থেকে কয়েক দফায় ৭ লক্ষের বেশি টাকা নেয়। কিন্তু চাকরি দিতে পারেননি অশোক।

এরপর গোবিন্দ নস্কর টাকা ফেরতের চাপ দিতে থাকেন অশোককে। সোমবার সন্ধেয় ওই ব্যবসায়ী প্রতিদিনের মতো ব্যবসার টাকা তুলে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে দিঘিরপাড় বাজারের কাছে দুষ্কৃতীরা অন্ধকারে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির ঘটনা পূর্ব পরিকল্পিত বলে জেরায় স্বীকার করেছেন ওই ব্যবসায়ী। ব্যবসায়ী ৭ লক্ষ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের দাবি করলেও পরে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে আদৌ কোনও ছিনতাই হয়নি বলে জানায় অশোক।

আরও পড়ুন: দীঘার জগন্নাথ মন্দির তৈরিতে বিলম্বে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

আজ ডায়মন্ড হারবারের জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী ও অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে সাংবাদিক বৈঠক করে জানান, ওই ব্যবসায়ীর বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। নিজেই গুলি চালাতেও পারে। এই ঘটনায় আরও কয়েকজন জড়িত বলে সন্দেহ। দু’জনকে আটক করা হয়েছে। এই মুহূর্তে গুলিবিদ্ধ ব্যবসায়ী ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সুস্থ হলেই গুলিবিদ্ধ ব্যবসায়ীকে গ্রেফতার করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular