Placeholder canvas

Placeholder canvas
Homeদেশ'মন কি বাত'-এ যুব সমাজের প্রশংসায় পঞ্চমুখ মোদি

‘মন কি বাত’-এ যুব সমাজের প্রশংসায় পঞ্চমুখ মোদি

Follow Us :

নয়াদিল্লি: আমাদের উজ্জ্বল ভবিষ্যত যুব সমাজ। ক্রীড়াক্ষেত্রে যুবরা আমাদের গর্ব। আজকের যুব সমাজ ঝুঁকি নিতে প্রস্তুত। সে কারণেই স্টার্ট আপের সংখ্যা বাড়ছে। আত্মনির্ভর ভারত প্রকল্প নয়া আশা জাগাচ্ছে দেশের যুব সম্প্রদায়ের মনে। চাকরি নয়, ব্যবসাতেই মন দিচ্ছে তাঁরা। রবিবার ‘মন কি বাত’-এর ৮০তম পর্বে এ ভাবেই যুব সমাজের প্রশংশা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রবিবার জাতীয় ক্রীড়া দিবস। দেশে ক্রীড়া ক্ষেত্রের অগ্রগতির কথা মন কি বাত-এ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রায় ৪০ বছর পর আমরা অলিম্পিক্সে হকিতে পদক জিতেছি। আজ মেজর ধ্যানচাঁদের জন্মদিন। ধ্যানচাঁদজি হকিতে গোটা বিশ্বকে জয় করেছিলেন। তিনি আজ বেঁচে থাকলে অলিম্পিক্সে ভারতের সাফল্যে খুশি হতেন। যুবসমাজের মধ্যে খেলাধুলোর প্রতি আগ্রহ, ভালোবাসা দেখছি। এই উৎসাহটাই মেজর ধ্যানচাঁদকে দেওয়া সবচেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি। ক্রীড়াক্ষেত্রে ভারতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দেন প্রধানমন্ত্রী।

সংস্কৃত ভাষার প্রসারের উপরেও জোর দেন মোদি। গুজরাতের এক কমিউনিটি রেডিওর সংস্কৃত উপস্থাপনার উদাহরণ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যদি কেউ এই ভাষার ওপরে গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন, সেই কাজ প্রকাশ্যে নিয়ে আসতে হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। দেশকে এক সূত্রে বাঁধতে সংস্কৃত ভাষা কত বড় ভূমিকা পালন করতে পারে তাও তুলে ধরেন নমো। #CelebratingSanskrit- এই হ্যাশট্যাগ ব্যবহারের বার্তাও দেন তিনি। বিদেশে সংস্কৃত ভাষার কদরের বিষয়টি ‘মন কি বাতে’ উল্লেখ করেন নমো

আরও পড়ুন: জনগণের টাকা নিজেদের কোষাগারে নেওয়ার কৌশল করছে মোদি সরকার: মমতা

RELATED ARTICLES

Most Popular