Placeholder canvas

Placeholder canvas
Homeখেলাপুরনো ভিডিও দেখেও লাভ হলো না, KKR হারল খারাপ পারফর্ম করে
IPL 2024 CSK vs KKR

পুরনো ভিডিও দেখেও লাভ হলো না, KKR হারল খারাপ পারফর্ম করে

উইকেট নিতে ব্যর্থ কেকেআর বোলার মিচেল স্টার্ক

Follow Us :

চেন্নাই: ম্যাচের আগের দিন ২০১২ আইপিএল ফাইনালের ভিডিয়ো দেখেছিলেন কেকেআর ক্রিকেটারেরা। কিন্তু তাতে অবশ্য খুব বেশি লাভ হয়নি। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম হারের সম্মুখীন হয় কেকেআর। কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারায় চেন্নাই সুপার কিংস। ব্যাট হাতে জ্বলে ওঠেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার। ৫৮ বলে অপরাজিত ৬৭ রানের ক্যাপটেনস নক খেলেন তিনি। এছাড়া শিবম দুবে ২৮(১৮) এবং ড্যারিল মিচেল ২৫(১৯) রান করেন।

আরও পড়ুন: আইপিএলের চলতি সিজনে প্রথম হার কেকেআরের

এদিনও উইকেট নিতে ব্যর্থ কেকেআর (Kolkata Knight Riders) বোলার মিচেল স্টার্ক (Mitchell Starc)। এছাড়া বৈভব আরোরা ২ এবং নারিন নেন ১ উইকেট। প্রথম থেকেই এদিন ছন্নছাড়া দেখায় কলকাতা নাইট রাইডার্সকে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩৭/৯ এ শেষ হয় নাইটদের ইনিংস। ব্যাট হাতে ব্যর্থ রাসেল-রিঙ্কু-সল্ট। সুনীল নারিন করেন ২৭ রান। অধিনায়ক শ্রেয়স আইয়ার করেন সর্বোচ্চ ৩৪ রান। যদিও তাঁর স্ট্রাইক রেট একেবারেই প্রভাবিত করেনি। গত ম্যাচে অভিষেক করা রঘুবংশী করেন ২৪ রান।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩৮)

দুরন্ত ছন্দে দেখা যায় চেন্নাই সুপার কিংস স্পিনারদের। রবীন্দ্র জাডেজা একাই নেন ৩ উইকেট। তাঁর বোলিং ফিগার- ৪-০-১৮-৩। জাডেজাকে সঙ্গ দেন তিক্ষণা। তাঁর বোলিং ফিগার-৪-০-২৮-১। এই হার অবশ্যই শিক্ষা হয়ে থাকবে কেকেআর থিঙ্কট্যাঙ্কের জন্য। নিজেদের খামতিগুলো শুধরে পরের ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে মারিয়া টিম কেকেআর।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular