skip to content
Sunday, July 7, 2024

skip to content
HomeCurrent NewsInd vs Eng: সীমিত ওভারের ম্যাচ খেলে টেস্টের প্রস্তুতি !

Ind vs Eng: সীমিত ওভারের ম্যাচ খেলে টেস্টের প্রস্তুতি !

Follow Us :

যত এগিয়ে আসছে টি টোয়েন্টি বিশ্বকাপ, ভারতীয় দল তত এই কম ওভারের ম্যাচ খেলার রাস্তা খুঁজে বের করছে। আগের সূচিতে ছিল ইংল্যান্ডে ভারতকে একটি টেস্ট খেলতে হবে ১-৫ জুলাই। সেই দেশে পৌঁছে টিম ইন্ডিয়া ওয়ার্ম আপ ম্যাচ খেলবে দুটি। দুটিই টি টোয়েন্টি ম্যাচ। টেস্ট ম্যাচের প্রস্তুতি টি টোয়েন্টি ম্যাচ দিয়ে! এই সফরে এখনও টেস্ট ম্যাচটি কবে হবে তা ঘোষণা করা হয়নি। কিন্তু সীমিত ওভারের ম্যাচগুলোর দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে।

আসলে ভারতের এখন লক্ষ্য বদলে গেছে। আগে ছিল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এখন তা বদলে হয়েছে,টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এই সফরের আগে রোহিত-রাহুলরা আয়ারল্যান্ডে ২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ২৬ ও ২৮ জুনে। এই দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ভারত ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। তারপর খেলবে ৩টি ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচের সিরিজ।

প্রথম প্রস্তুতি ম্যাচটি (১ জুলাই ভারত খেলতে নামবে ডার্বিশায়ার কাউন্টি গ্রাউন্ডে। দ্বিতীয় ম্যাচটি (৩ জুলাই) খেলবে, নর্দাম্পন্টনশায়ার কাউন্টি গ্রাউন্ডে। দুটিই টি টোয়েন্টি ম্যাচ।

ভারত-ইংল্যান্ডের সীমিত ওভারের সিরিজের সূচী :
টি টোয়েন্টি ম্যাচগুলি:
প্রথম ম্যাচ – ৭ জুলাই – এজিস বোল
দ্বিতীয় ম্যাচ – ৯ জুলাই – এজবাস্টন
তৃতীয় ম্যাচ – ১০ জুলাই – ট্রেন্ট ব্রিজ
ওয়ান ডে সিরিজের ম্যাচগুলি:
প্রথম ম্যাচ – ১২ জুলাই – কিয়া ওভাল
দ্বিতীয় ম্যাচ – ১৪ জুলাই – লর্ডস
তৃতীয় ম্যাচ – ১৭ জুলাই – এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে

পাঁচ টেস্টের সিরিজে চারটি টেস্ট খেলে ফিরে এসেছিল ভারতীয় দল। গত বছর সেই সিরিজের কোভিড -১৯ সংক্রমণের ফলে আক্রান্ত হয় ভারতীয় দল। সিরিজ শেষ পর্বে বাতিল করে দল দেশে ফিরেছিল। ভারত সেই সিরিজ ২-১ ম্যাচে এগিয়ে ছিল। পঞ্চম টেস্ট ম্যাচটি এজবস্টনে (বার্মিংহামে) হওয়ার কথা ছিল। ঠিক হয়েছিল সেই বাকি টেস্ট ভারত সময় বের করে খেলে আসবে। সঙ্গে থাকবে কিছু টি টোয়েন্টি আর ৫০ ওভারের ম্যাচও।

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular