Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরCyclone Asani: বৃষ্টি পাট চাষিদের মুখে হাসি ফোটালেও কপালে ভাঁজ ধান উৎপাদকদের

Cyclone Asani: বৃষ্টি পাট চাষিদের মুখে হাসি ফোটালেও কপালে ভাঁজ ধান উৎপাদকদের

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আকাশের মুখ ভার। দফায় দফায় বৃষ্টি। মাথায় হাত পড়ছে ধান চাষিদের। আবহাওয়ার এই রূপে অবশ্য মুখে হাসি ফুটছে পাট চাষিদের। সাধারণত এপ্রিলের শুরুতে ঝড়-বৃষ্টি হয়ে থাকে বঙ্গে৷ এবার ছবিটা বেশ কিছুটা অন্যরকম৷ এপ্রিলে প্রায় বৃষ্টি হয়নি বলেই চলে৷ মে মাস থেকেই মোটামুটি বৃষ্টি শুরু হয়েছে৷ ঝড়ও হচ্ছে কম-বেশি । সঙ্গে দোসর অশনি। যার প্রভাব সরাসরি বঙ্গে না পড়লেও কয়েক দিন ধরেই মুখ ভার আকাশের। আর এর জেরেই সমস্যায় পড়েছেন ধান চাষিরা।

বৃষ্টি আসবে আগে থেকেই সতর্ক করা হয়েছিল৷ কৃষি দফতর থেকে সতর্ক করা হলেও ক্ষেতে পড়ে থাকা কাটা ধান তুলতে পারেননি অনেক চাষিই৷ এর প্রধান কারণ লোকের সমস্যা৷ প্রয়োজনীয় লোকের অভাব৷ যেমন, মুর্শিদাবাদের সুন্দরপুর পঞ্চায়েত এলাকা৷ সেখানকার কৃষকরা বলছেন, কাটা ধানে জল জমে যাওয়ায় অঙ্কুর হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। শুধু ধান চাষি নয়। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০০টিরও বেশি বাড়ি।

অন্যদিকে, আমডাঙ্গা, বারাসত-২, দেগঙ্গা, অশোকনগর, হাড়োয়ার পাট চাষিদের মুখে চওড়া হাসি। পাট চাষিদের কথায়, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় গাছ বড় হচ্ছিল না। পোকার উপদ্রবও বাড়ছিল। গাছের পাতা নষ্ট হয়ে যাচ্ছিল। কয়েক দিন বৃষ্টি হওয়ার ফলে একদিকে যেমন পাট গাছ দ্রুত বাড়ছে বাড়বে অন্যদিকে পোকার উপদ্রব কমবে, আশা আমডাঙ্গা,বারাসত-২, দেগঙ্গা,অশোকনগর, হাড়োয়ার পাট চাষিদের।

আরও পড়ুন- Rahara Bomb Blast: রহড়ায় বোমা বিস্ফোরণে নিহত কিশোর

RELATED ARTICLES

Most Popular