Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনতিরিশ দিনে চল্লিশটা গান

তিরিশ দিনে চল্লিশটা গান

Follow Us :

এই মুহূর্তে খুবই ব্যস্ত রয়েছেন সংগীত শিল্পী সিধু।সদ্যই তিনি যুক্ত হয়েছেন একটি শর্ট ভিডিও অ্যাপের সঙ্গে। এই অ্যাপের জন্য সেল্ফি ভিডিও তুলে এক মিনিট সময়ের মধ্যে গান করতে হচ্ছে তাঁকে।তিরিশ দিনে চল্লিশটা গান করে জমা দিতে হচ্ছে সিধুকে।এই ভাবে ছয় মাসের চুক্তিতে কাজ করছেন সিধু অ্যাপটির সঙ্গে।ছয় মাসের এই কন্ট্রাক্টে তিনি প্রায় ২৪০ টি গান গাইবেন।নিজের ব্যান্ডের পাশাপাশি প্রচুর আধুনিক গানও শোনা যাবে সিধুর কন্ঠে।এছাড়াও লকডাউনে স্টেজ শো গুলি খুবই মিস করেছেন সিধু। দর্শকের সেই উন্মাদনা, উত্তেজনা, আলো, শব্দের তীব্রতা এই সমস্ত কিছুকেই উপভোগ করছেন শিল্পী।এই মুহূর্তে ফেসবুক লাইভ, অনলাইন কনসার্ট এগুলো নিয়েই ব্যস্ত রয়েছেন সিধু।কিছুদিন আগেই আমেরিকার বঙ্গ সংস্কৃতি সম্মেলনের জন্য অনুষ্ঠান করেছেন তিনি। তবে গান এবং অনুষ্ঠানের পাশাপাশি সমাজসেবা মূলক কাজেও সমান তালে সময় দিচ্ছেন সিধু। কয়েক দিন আগেই বাউলদের জীবন রক্ষায় ফেসবুক কনসার্ট এবং ডোনেশন এর আয়োজন করেছিলেন। যশ বিপর্যস্ত বহু জায়গার মানুষদের নিজের সাধ্য মতো সাহায্যে পৌঁছে দিয়েছেন তিনি। এছাড়াও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দুটো ব্লাড ডোনেশন ক্যাম্প তিনি পরিচালনা ও করেন। দিন কয়েক আগেই সিধু পৌঁছে গিয়েছিলেন ঝাড়গ্রামে। সেখানে ডাইনি প্রথার বিরুদ্ধে মানুষকে সচেতন এবং শিক্ষিত করে তোলেন। এছাড়া গত মাসে অনুষ্ঠিত ‘বাড়িয়ে দাও তোমার হাত’ অনলাইন অনুষ্ঠানের ও অংশ নিয়েছিলেন তিনি। একই সাথে গান, অনুষ্ঠান, সমাজসেবা সব কিছু সামলাচ্ছেন তিনি ।এছাড়াও অনির্বাণ চক্রবর্তীর ওয়েব সিরিজ ‘পেঁচা’র থিম সং এ কন্ঠ মিলিয়েছেন সিধু। সিরিজে নতুন ধরণের গান করতে পেরে খুবই খুশি তিনি।

RELATED ARTICLES

Most Popular