Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনঐশ্বর্য অভিনীত মণিরত্নমের ছবির টিজার ব্যাপক সাড়া ফেলেছে

ঐশ্বর্য অভিনীত মণিরত্নমের ছবির টিজার ব্যাপক সাড়া ফেলেছে

Follow Us :

প্রখ্যাত পরিচালক মনিরত্নম পরিচালিত এবং ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত বহু প্রত্যাশিত ছবি ‘পোন্নিয়ান সেলভান’ টিজার প্রকাশিত হবার পর থেকেই প্রশংসায় ভেসে যাচ্ছে। শুক্রবার রাতে প্রকাশিত হয়েছে ছবিটির টিজার। ১ মিনিট ২০ সেকেন্ডের এই টিজারে প্রত্যেক তারকারই লুক দেখা গেছে। যা দর্শকদের কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছে। ছবিটির হিন্দি টিজার ডিজিটালই প্রকাশ করেছেন বিগ-বি অমিতাভ বচ্চন। তামিল ভাষার ঐতিহাসিক উপন্যাস ‘পোন্নিইন সেলবান’ অবলম্বনে এই ছবিটি তৈরি হয়েছে। ছবির গল্পটি ১০ শতকের। এটি লিখেছেন কল্কি কৃষ্ণমূর্তি। ছবিটির ট্রেজার যথেষ্ট চিন্তাকর্ষক এবং দুর্দান্ত সেটিংস এর কাজ। ছবিটির সাউন্ডট্র্যাক লিখেছেন এ আর রহমান। ছবিটি আগামী ৩০ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে। কার্তি, চিয়ান বিক্রম,ঐশ্বরিয়া রাই,ত্রিশা,বিক্রম প্রভু,জয়ম রবি,লাল,জয়রাম, পার্থিবন এবং প্রকাশ রাজ এই ছবিতে অভিনয় করেছেন। ছবিতে ঐশ্বর্যকে দ্বৈত চরিত্রে দেখা যাবে।’পোন্নিয়ান সেলভান’ পার্ট ১ হল একটি এপিক ড্রামা ফিল্ম যা ১৯৯৫  সালের কল্কি কৃষ্ণমূর্তি রচিত উপন্যাস অবলম্বনে নির্মিত। বইটির পাঁচটি অংশ রয়েছেএটি তামিল ভাষার রচিত অন্যতম সেরা উপন্যাস হিসেবে বিবেচিত। এই ছবিটি তৈরি করতে ৫০০ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে। এটি হবে ভারতীয় সিনেমার অন্যতম ব্যয়বহুল ছবি। ‘নন্দিনী’ ছাড়াও ছবিতে ‘মন্দাকিনী দেবী’ চরিত্রে দেখা যাবে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। ছবিতে ‘আদিত্য করিকালান’ এবং কার্তি ‘ভান্থিয়াথেভান’ চরিত্রে অভিনয় করতে চলেছেন বিক্রম। ভক্তরাও ছবিটি নিয়ে বেশ কৌতূহলী।প্রসঙ্গত, ঐশ্বর্যকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল ২০১৮ সালে ‘ফ্যানি খান’ – এ। ২০১৯ সালেই কাজ শুরু হয়েছিল ‘পোন্নিয়ান সেলভান’ এর। কিন্তু করোনা পরিস্থিতির কারনে শ্যুটিং বন্ধ  হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের কাজ শুরু হয়। অবশেষে ২০২২ সালে ছবিটি মুক্তি পাবে। এর আগে ২০১০ সালে মনিরত্নমের পরিচালিত ‘রাবণ’ ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া এবং অভিষেক।

RELATED ARTICLES

Most Popular