Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদন'আমারই ভুল ছিল'- কোন ভুলের কথা বললেন সন্দীপ?

‘আমারই ভুল ছিল’- কোন ভুলের কথা বললেন সন্দীপ?

'অ্যানিম্যাল'-এ রণবীরের স্ত্রী-এর চরিত্রে কেন বাদ পড়েছিলেন পরিণীতি? মুখ খুললেন পরিচালক

Follow Us :

মুম্বই: দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গারের (Sandeep Reddy Vanga) ছবি ‘অ্যানিম্যাল’ (Animal) নিয়ে নানান আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল মুক্তির পর থেকেই। সেইসবকিছুকে পিছনে ফেলে বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। কিং খানের জওয়ানের পরেই এই ছবি ভারতীয় বাজারে দ্রুত ৫০০ কোটি আয়ের রেকর্ড তৈরি করেছে।

১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘অ্যানিম্যাল’ (Animal)। ছবিতে নায়িকার চরিত্রে দেখা গিয়েছে রশ্মিকা মান্দানাকে (Rashmika Mandanna)। তবে এই চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। তবে কেন রণবীরের স্ত্রী-এর চরিত্র থেকে বাদ পড়েছিলেন পরি? সেই নিয়েই মুখ খুললেন পরিচালক।

আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’-এ কাঁচি সেন্সর বোর্ডের

সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্দীপ রেড্ডি জানিয়েছেন, গীতাঞ্জলির চরিত্রের জন্য পরিণীতির সাথে এগ্রিমেন্টের প্রায় দেড় বছর পরে তিনি নিজেই অভিনেত্রীকে বাদ দেন। এই বিষয়ে যথেষ্ট হতাশ হয়েছিলেন। রেড্ডি জানিয়েছেন, কোনও একটা পর্যায়ে গিয়ে পরির মধ্যে তিনি গীতাঞ্জলিকে খুঁজে পাইনি। তাই তাঁকে বাদ দেন। প্রাথমিক ভাবে এই ঘটনায় পরিণীতি হতাশ হলেও শেষ পর্যন্ত ছবির খাতিরে পরিচালকের সিদ্ধান্ত মেনে নেন। তবে এগ্রিমেন্টের পরে এভাবে ছবি থেকে বাদ দেওয়াকে নিজের ভুল বলেই স্বীকার করেছেন সন্দীপ।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular